শেরপুরনিউজ২৪ডটনেটঃ বগুড়ার শেরপুরে আদিবাসীদের উপর বর্বর হামলার ঘটনায় ৪ দফা দাবীতে আগামী বুধবার (১৮ জানুয়ারি) শেরপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ঘেরাও ও স্মারকলিপি পেশ এবং ২৪ জানুযারী (মঙ্গলবার) বগুড়ায় সাতমাথায় সমাবেশের কর্মসুচী ঘোষণা করেছে জাতীয় আদিবাসী পরিষদ।
রবিবার (১৫ জানুয়ারি) দুপুরে বগুড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এই কর্মসুচী ঘোষনা করা হয়।
এতে লিখিত বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন।
তিনি বলেন, গত ৮ ও ১১ জানুয়ারী বগুড়া জেলার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের আম্বইল গোড়তাসহ ৫টি আদিবাসী পল্লীতে নৃশংসভাবে হামলা চালিয়ে নারীবৃদ্ধ শিশুদের আহত করা হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এছাড়া সংবাদ সম্মেলনে ৪ দফা দাবী উত্থাপন করা হয়েছে। দাবীগুলো হলো-১। অবিলম্বে হামলাকারী অপরাধীদের গ্রেফতার ও বিচার করা। ২। অবিলম্বে আহতদের চিকিৎসাব্যয়সহ ক্ষতিপুরণ নিশ্চিত করা। ৩। ভুক্তভোগী আদিবাসীদের স্বাভাবিক জীবন যাপনের নিশ্চয়তা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং ৪। সমতলে আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠন করা।
এর আগেত গত শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ শেরপুরে আদিবাসী পল্লী পরিদর্শনে যান।