শেরপুর ডেস্কঃ বগুড়ার শেরপুরে আদিবাসীদের (ক্ষুদ্র নৃগোষ্ঠী) ওপর হামলাকারীদের গ্রেফতার ও বিচার করা, আহতদের চিকিৎসাব্যয়সহ ক্ষতিপুরণ নিশ্চিত করা এবং নিরাপত্তা ও স্বাভাবিক চলাচলের নিশ্চয়তাসহ ৫ দফা দাবীতে ইউএনও অফিসও ঘেরাও ও শেরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবরে স্মারকলিপি দিয়েছে জাতীয় আদিবাসী পরিষদ বগুড়া জেলা শাখা।
বুধবার (১৮ জানুয়ারী) দুপুরে দেড়টার দিকে বগুড়ার শেরপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ইউএনও সানজিদা সুলতানার নিকট এই স্মারকলিপি দেয়া হয়।
এ সময় জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন, বগুড়া জেলা বাসদের সভাপতি এ্যাডভোকেট সাইফুল ইসলাম পল্টু,বাসদ দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক কিবরিয়া হোসেন, আদিবাসী পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি সন্তোষ সিং বাবু, সাধারণ সম্পাদক স্বপন কর্নী দাস, শেরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন সিং প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে উপজেলা পরিষদ চত্বরে পূর্ব ঘোষণা অনুযায়ী ইউএনও অফিসও ঘেরাও ও সংক্ষিপ্ত সমাবেশ কর্মসুচী পালিত হয়। এতে জাতীয় আদিবাসী পরিষদের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৮ জানুয়ারী ও ১১ জানুয়ারী বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের আম্বইল ও গোড়তা গ্রামে জমিচাষকে কেন্দ্র করে আদিবাসী (ক্ষুদ্র নৃগোষ্ঠী) ও স্থানীয় এলাকাবাসীদের সাথে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়। এসব ঘটনায় শেরপুর থানায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।