শেরপুরনিউজ২৪ডটনেটঃ বগুড়ার শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অত্যাধুনিক অপারেশন থিয়েটার এর উদ্বোধন করা হয়েছে। গর্ভবতী নারী ও শিশুদের জন্য বিনামুল্যে এই সেবা চালু হওয়ায় স্বাস্থ্যসেবায় নতুন দিগন্তের উন্মোচন হলো।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) বেলা সাড়ে ১১টার দিকে ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন শেরপুর-ধুনট আসনের এমপি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।
এসময় রাজশাহী বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. হাবিবুল আহসান তালুকদার,স্বাস্থ্য অধিদপ্তরের ডিডি ডা. হাছিবুর রহমান ভুইঁয়া, বগুড়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ শফিউল আজম, শেরপুর উপজেলা নির্বাহী অফিসার সানজিদা সুলতানা, বগুড়া স্বাচিপ সভাপতি ডা. সামির হোসেন মিশু, অতিরিক্ত পুলিশ সুপার, শেরপুর সার্কেল সজিব শাহরীন, শেরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান খন্দকার, শেরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজিদ হাসান সিদ্দিকী লিংকনসহ হাসপাতালের স্বাস্থ্যকর্মী ও স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।