শেরপুরনিউজ২৪ডটনেটঃ পৈতৃক সম্পত্তির ন্যায্য হিস্যা পাওয়ার দাবীতে মানববন্ধন করেছেন ৪ কন্যাসহ অন্যান্য ওয়ারিশেরা।
সোমবার (২৩ জানুয়ারি) বেলা ১০টার দিকে শেরপুর উপজেলার শাহবেন্দগী ইউনিয়নে শেরুয়া ফরেষ্টরোড এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ওই এলাকার মরহুম এবারত আলী মন্ডলের কন্যা শেফালী বেগম, বুলিতন খাতুন, সাহারা খাতুন, খুকি খাতুন, নাতি শরিফুল ইসলাম শাহীন, বুলবুল হাসান, মুশফিকুল ইসলাম মুজাহিদ, জিয়ারুল ইসলাম,স্বপন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় তারা বলেন, মরহুম এবারত আলী মন্ডল ২৫ বছর পুর্বে মারা যান। কিন্তু তার মৃত্যুর এতদিন পরও তিন ভাই বাবার সম্পত্তি বুঝে নিলেও ৭ বোন ও তাদের ওয়ারিশদের সম্পত্তি থেকে বঞ্চিত করেছেন। তাই তারা উত্তরাধিকার সুত্রে প্রাপ্য সম্পত্তির ন্যায্য হিস্যা বুঝে নিতে মানববন্ধনে দাঁড়িয়েছেন বলে জানান।
এব্যাপারে মরহুম এবারত আলী মন্ডলের ছোটছেলে আলহাজ্ব রিয়াজউদ্দিন জানান, তারা যে অভিযোগ করেছে তা মিথ্যা ভিত্তিহীন। তারা সম্পত্তি যেটুকু পাবে তা দেয়া হবে।