সর্বশেষ সংবাদ
Home / স্থানীয় খবর / শেরপুরে উপজেলা প্রশাসনের সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

শেরপুরে উপজেলা প্রশাসনের সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

শেরপুরনিউজ২৪ডটনেটঃ বগুড়ার শেরপুরের ভবানীপুর ইউনিয়নের আম্বইল গ্রামে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও স্থানীয় অধিবাসীদের মাঝে চলমান বিরোধ নিরসনে শেরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ জানুয়ারি) বেলা ১১টায় শেরপুর শহরের হাজিপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক মাসুম আলী বেগম। বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও শেরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মজিবর রহমান মজনু, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আব্দুর রশিদ, শেরপুর উপজেলা নির্বাহী অফিসার সানজিদা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরিন, শেরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. গোলাম ফারুক,সহ সভাপতি ও সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকা সম্পাদক মুন্সী সাইফুল বারী ডাবলু, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, শেরপুর থানার ওসি আতাউর রহমান খন্দকার, আদিবাসী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি রেবেকা সরেন, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিন্টু,হিন্দুবৌদ্ধ খ্রিষ্টান ঐক্যপরিষদ বগুড়া জেলা সভাপতি ডা. এনসি বাড়ই, আদিবাসী ফোরাম প্রতিনিধি সুশীল চন্দ্র মাহাতো, বাসদ সভাপতি এ্যাড সাইফুল ইসলাম পল্টু, কমিউনিষ্ট পার্টি নেতা সন্তোষ কুমার পাল, শেরপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক নাহিদ আল মালেক, আদিবাসী ইউনিয়ন নেতা শ্রীকান্ত মাহাতো, সন্তোষ সিং, স্থানীয় অধিবাসীদের পক্ষে মো. ওবায়দুর রহমান প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাকটর মো. ছায়েদুর রহমান।

এতে বক্তারা বলেন, এলাকায় শান্তিপুর্ণ সহাবস্থান বজায় রেখে সমস্যার সমাধান করতে হবে। কেউ বিশৃংখলার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Check Also

বগুড়ার জান্নাত বেকারির লক্ষাধিক টাকা জরিমানা

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়া শহরতলীর শৈলালপাড়া এলাকার জান্নাত বেকারিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে এক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 8 =

Contact Us