সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / জেলার খবর / ছাত্রলীগের কর্মী হতে হলে নৌকাকে বিজয়ী করতে হবে

ছাত্রলীগের কর্মী হতে হলে নৌকাকে বিজয়ী করতে হবে

শেরপুর ডেস্কঃ বগুড়ায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিজয়ী হলে এ জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপনের কাজ ত্বরান্বিত হবে বলে জানিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন। আর সংগঠনটির সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান নৌকাকে বিজয়ী করতে ছাত্রলীগের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তাগিদ দিয়েছেন। বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে বগুড়া জেলা ছাত্রলীগের প্রতিনিধি সভায় তারা বক্তৃতা করেন।

বগুড়া জেলা ছাত্রলীগ সভাপতি সজীব সাহার সভাপতিত্বে প্রতিনিধি সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বগুড়া-৬ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রাগেবুল আহসান রিপু।

বগুড়া-৬ (সদর) আসনে নৌকা প্রার্থীকে বিজয়ী করতে জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত প্রতিনিধি সভা সঞ্চালনা করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয়। প্রতিনিধি সভায় আরও বক্তৃতা করেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ম আব্দুর রাজ্জাক, বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আল রাজী জুয়েল, বগুড়া শহর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিন এবং স্বেচ্ছাসেবক লীগের বগুড়া জেলা কমিটির সভাপতি সাজেদুর রহমান সাহিন।

প্রধান বক্তা হিসেবে বক্তৃতা দিতে গিয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন বলেন, বগুড়া-৬ (সদর) আসনে নৌকাকে বিজয়ী করার মধ্য দিয়ে একি আমরা নতুন ইতিহাস সৃষ্টি করতে চাই। তিনি ছাত্রলীগের নেতা-কর্মীদেরকে ভোটারদের বাড়ি বাড়ি যাওয়ার আহবান জানিয়ে বলেন, ‘ছাত্রলীগের কর্মী হতে হলে নৌকাকে বিজয়ী করতে হবে। মানুষের কাছে যেতে হবে।’ নৌকাকে বিজয়ী করলে বগুড়ায় বিশ্ববিদ্যালয় স্থাপন ত্বরান্বিত হবে জানিয় তিনি বলেন, ‘নৌকার প্রার্থী বিজয়ী হলে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বগুড়ায় বিশ^বিদ্যায় স্থাপনের জন্য অনুরোধ জানাবো। তিনি আমাদের কথা ফেলতে পারবেন না। ফলে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাও ত্বরান্বিত হবে।’

বিশেষ বক্তার বক্তৃতায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, বগুড়ার চলমান উন্নয়ন প্রকল্পের বর্ণণা দিয়ে আগামীতে এ জেলার উন্নয়নে সরকার কি কি পদক্ষেপ নিয়েছে তার বর্ণনা দেন। তিনি ছাত্রলীগের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে বলেন, জাতির পিতার আদর্শকে ধরে রাখতে হলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। যদি কেউ সংগঠন বিরোধী কোন অপতৎপরতায় লিপ্ত হন তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

Check Also

বগুড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে নৈশ কোচের যাত্রী, ২ জন গ্রেফতার

শেরপুর ডেস্কঃ বগুড়ায় শ্যামলী পরিবহন নামে একটি নৈশকোচে ডাকাতি স্টাইলে যাত্রীদের অজ্ঞান করে টাকা, মোবাইল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − 4 =

Contact Us