স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের চোমর পাথালিয়া গ্রামে এক বিধবার ঘর মেরামত কাজে বাধা প্রদান ও মারপিট করে গরু বাছুর ছাগল ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সুত্রে জানা যায় ২৭ জানুয়ারি শুক্রবার বেলা সাড়ে ১১ টায় চোমর পাথালিয়া গ্রামের মৃত মহেজাল শেখের বিধবা স্ত্রী জবেদা খাতুন এর বাড়ির গোয়ালঘর বাথরুম ও রান্নাঘর মেরামত করা কালে একই গ্রামের মজদার হোসেন, হেলেনা বিবি, মেরিনা খাতুন, ফুরকুনি খাতুন সহ আরো অনেকে ঘর মেরামত কাজে বাধা দেয় এবং জবেদা খাতুনের একটি গাভী একটি বাছুর ও চারটি ছাগল জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়। এ সময় তাদের কিল ঘুষি ও লাঠির আঘাতে জাবেদা খাতুনের বোনের ছেলে ওমর ফারুক, সেলিম রেজা, গৃহবধূ রাবেয়া খাতুন, বোনের স্বামী মখলেছার রহমান আহত হয়। এ ব্যাপারে বিধবা জবেদা খাতুন বাদী হয়ে শুক্রবার বিকালে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিধবা জবেদা খাতুন জানায় তার স্বামীর মৃত্যুর পর থেকেই বিবাদীরা স্বামীর বসতবাড়ির জায়গা জবর দখল করার জন্য তাকে নানা ভাবে অত্যাচার ও হয়রানি করে আসছে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান খন্দকার বলেন অভিযোগ টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।