সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / জেলার খবর / উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে- রাগেবুল আহসান রিপু

উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে- রাগেবুল আহসান রিপু

শেরপুর ডেস্কঃ বগুড়া উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রাগেবুল আহসান রিপু বলেছেন, উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। আশা করছি সকল ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আমি আমার জয়ের ব্যাপারে আশাবাদী।

বগুড়া শহরের হাসনাজাহান ভান্ডারী বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোট দেওয়ার পর একথা বলেন তিনি।

রাগেবুল আহসান রিপু বলেন, ‘সব প্রার্থীর এজেন্টই প্রতিটা কেন্দ্রে আছে। কেউ অহেতুক অভিযোগ করলে তা মানা যাবে না।’

এর আগে বগুড়া-৬(সদর) এবং ৪(নন্দীগ্রাম-কাহালু) এই দুই আসনের উপনির্বাচন শুরু হয়েছে। বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়।

বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম জানান, বগুড়ার দুটি আসনে প্রতিটি কেন্দ্রে পুলিশ, আনসার সদস্য মোতায়েন রয়েছে। এছাড়া পুলিশ, এপিবিএন, ব্যাটালিয়ন আনসারের সমন্বয়ে ১৭ টি মোবাইল ফোর্স, ১০টি স্ট্রাইকিং ফোর্স, ১০ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছেন। এর পাশাপাশি জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট, নির্বাহি ম্যাজিষ্ট্রেটগন দায়িত্ব পালন করছেন।

বগুড়া ৪ ও ৬ আসনের প্রার্থী ও ভোটার সংখ্যাঃ বগুড়া—৬ সদর আসনে আ’লীগ প্রার্থী রাগেবুল আহসান রিপু, জাপার প্রার্থী নুরুল ইসলাম ওমরসহ জাসদ স্বতন্ত্র মিলে ১১ জন। এই আসনে মোট ভোটার রয়েছেন ৪ লাখ ১০ হাজার ৭শত ৪৩ জন।

বগুড়া—৪ (কাহালু—নন্দীগ্রাম আসনে জাসদ প্রার্থী রেজাউল করিম তানসেন, জাপার শাহীন মোস্তফা কামাল ফারুকসহ স্বতন্ত্র মিলে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনে মোট ভোটার রয়েছেন ৩ লাখ ২৮ হাজার ৪শ ৬৯ জন।

Check Also

বগুড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে নৈশ কোচের যাত্রী, ২ জন গ্রেফতার

শেরপুর ডেস্কঃ বগুড়ায় শ্যামলী পরিবহন নামে একটি নৈশকোচে ডাকাতি স্টাইলে যাত্রীদের অজ্ঞান করে টাকা, মোবাইল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 1 =

Contact Us