সর্বশেষ সংবাদ
Home / স্বাস্থ্য / নিপাহ ভাইরাস: আক্রান্ত ১০ জনের মধ্যে ৭ জনের মৃত্যু

নিপাহ ভাইরাস: আক্রান্ত ১০ জনের মধ্যে ৭ জনের মৃত্যু

শেরপুর ডেস্কঃ চলতি বছর নিপাহ ভাইরাসে আক্রান্ত ১০ জনের মধ্যে সাতজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।

রবিবার (৫ ফেব্রুয়ারি) আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা নিপাহ ভাইরাসের সার্ভিলেন্সে জোর দিয়েছি। যখন যেখানেই নতুন কেস হচ্ছে, আমরা খবরটা পাচ্ছি। ভাইরাসটিতে এখন পর্যন্ত ১০ জন শনাক্ত হয়েছে যার মধ্যে ৭ জনই মারা গেছেন।

তাহমিনা শিরিন জানান, নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে কেউ যদি বেঁচেও যান তবুও তার নানা ধরনের শারীরিক জটিলতা দেখা দেয়। খেজুরের রস খাওয়া বন্ধ করতে পারলে আমরা এই ঝুঁকি থেকে মুক্ত থাকতে পারি।

আইইডিসিআরের পরিচালক বলেন, সতর্কতা অবলম্বন করে খেলেও নিপাহ ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে যায়। অনেকেই বলেন আমরা সাবধানতা অবলম্বন করে রস সংগ্রহ করছি। এটা আসলে ভুল। যতই জাল দিয়ে ঢেকে রাখা হউক না কেনো এতে আক্রান্তের সম্ভাবনা থেকেই যায়। কারণ শুধু রসে বাদুড় মুখ দিলেই নিপাহ ভাইরাস হয় না, বাদুড়ের ইউরিন থেকেও নিপাহ ভাইরাস সংক্রমিত হয়ে থাকে।

Check Also

যে চা পানে ইমিউনিটি বাড়বে,সারবে সর্দি-কাশি

শেরপুর নিউজ ডেস্ক: চলছে হেমন্তকাল, এ সময় দেশের নানা এলাকায় ভোরের দিকে এবং বিকেলে ঠান্ডা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 − one =

Contact Us