শেরপুর ডেস্কঃ এবার রাজপথ নয়- একেবারে তৃণমূলে শোডাউন করবে প্রধান দুই দল। আগামী শনিবার সারাদেশের ইউনিয়নগুলোতে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও প্রধান বিরোধী দল বিএনপি। ৪ ফেব্রুয়ারি ঢাকার বিভাগীয় সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এক দিন পর বৈঠক করে একই দিন শান্তি সমাবেশ করার সিদ্ধান্ত নেয় আওয়ামী লীগ।
বিএনপি ও সমমনা দলগুলোর চলমান আন্দোলনের বিপরীতে বিভিন্ন এলাকায় ‘শান্তি সমাবেশ’ কর্মসূচি পালন করে আসছে আওয়ামী লীগ। এবার সারাদেশে আগামী শনিবার (১১ ফেব্রুযারি) ‘শান্তি সমাবেশ’ করার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন দলটি। একই দিন সারাদেশে ইউনিয়ন পর্যায়ে বিএনপির পদযাত্রা কর্মসূচি রয়েছে। শান্তি সমাবেশ উপলক্ষে দেশের ৪০ জেলায় সফর করবেন আওয়ামী লীগের ৫৩ কেন্দ্রীয় নেতা।
গত রোববার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে বৈঠকে কেন্দ্রীয় নেতারা অংশ নেন।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী শনিবার সারাদেশে ইউনিয়ন পর্যায়ে একযোগে বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ। এই কর্মসূচি সফল করতে জেলা নেতাদের সঙ্গে যোগ দেবেন কেন্দ্রীয় নেতারা। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নেতাদের বিভিন্ন জেলায় কর্মসূচি বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে। ৪০টি জেলায় দায়িত্ব বণ্টন করা হয়েছে ৫৩ জন কেন্দ্রীয় নেতাকে।