সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / যুগোপযোগী করা হচ্ছে শিক্ষাব্যবস্থা-প্রধানমন্ত্রী

যুগোপযোগী করা হচ্ছে শিক্ষাব্যবস্থা-প্রধানমন্ত্রী

শেরপুর ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দারিদ্র্যমুক্ত দেশ গঠনে শিক্ষিত জাতি গড়ে তোলা অপরিহার্য। আমাদের ছেলেমেয়েরা খুব মেধাবী, তারা সুযোগ পেলেই অসাধ্য সাধন করতে পারে। তাই যুগোপযোগী করা হচ্ছে দেশের শিক্ষাব্যবস্থা। যুগের সাথে তাল মিলিয়ে শিক্ষাকে বহুমুখীকরণ করা হচ্ছে।

বুধবার (৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশকালে তিনি এসব কথা বলেন। এ সময় শিক্ষামন্ত্রী দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ সচিব ও শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যান এবং পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের যুগের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষাগ্রহণের ব্যবস্থা করেছে বর্তমান সরকার। কর্মসংস্থান ও উচ্চশিক্ষার সুযোগ রেখে বিষয়ভিত্তিক বিশ্ববিদ্যালয় করছে সরকার। এছাড়া জেলায় জেলায় মেডিকেল কলেজের পাশাপাশি উচ্চশিক্ষারও ব্যবস্থা করা হয়েছে।

শেখ হাসিনা বলেন, একটা সময় আমি দেখতে পাই, আমাদের শিক্ষার্থীদের বেশ অনীহা ছিল বিজ্ঞান বিষয়ের ওপর। সেজন্য আমি ১১টি জেলায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করেছি। বিজ্ঞানকে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে। ডিজিটাল বাংলাদেশ গড়তে তাদের আরও উন্নত হতে হবে। সাধারণ শিক্ষার পাশাপাশি মাদ্রাসা শিক্ষাকেও আধুনিক করা হচ্ছে।

এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমি দেখলাম পাসের হারে মেয়েদের সংখ্যা বেশি। তার মানে, ছেলেদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়া দরকার। যারা পাস করতে পারেনি, তারা যেন মন খারাপ না করে। সামনে ভালো করার জন্য নতুন করে যেন উদ্যোগ নেয়। আমাদের ছেলে-মেয়েরা কেন ফেল করবে?

তিনি আরো বলেন, মাদরাসা শিক্ষাকে আরও বেশি গুরুত্ব দিচ্ছি। তাদের ভোকেশনাল ট্রেনিং নিতে আরও সুযোগ তৈরি করে দিতে হবে। কর্মসংস্থান তৈরি হবে।

Check Also

অযৌক্তিক কারণে নৈরাজ্য সৃষ্টি করলে প্রতিহতের হুঁশিয়ারি সারজিসের

শেরপুুর নিউজ ডেস্ক: অযৌক্তিক কারণে কেউ নৈরাজ্য সৃষ্টি করলে, দেশের স্বার্থে তাদের প্রতিহত করা হবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + 20 =

Contact Us