সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / জেলার খবর / সংসদে গিয়ে বগুড়ায় বিশ্ববিদ্যালয় চাইলেন রিপু

সংসদে গিয়ে বগুড়ায় বিশ্ববিদ্যালয় চাইলেন রিপু

শেরপুর ডেস্কঃ বগুড়ায় বিশ্ববিদ্যালয়সহ জনজীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় বিষয়ের উপর গুরুত্বারোপ করে জাতীয় সংসদে বক্তব্য দিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সংসদে এসব কথা বলেন সম্প্রতি বগুড়া-৬ আসনে উপনির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী এই প্রার্থী।

এ সময় তিনি বলেন, ‘আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কথা মানুষকে বলেছি, তার উন্নয়নের কথা বলেছি। আমাদের জেলার অনেক সমস্যা রয়েছে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দুর্বিষহ যানজট। এই যানযট মোকাবেলার জন্য বলছি, করতোয়া নদীর ওপর ৯ কিলোমিটার রাস্তা নির্মাণ করলে বগুড়া শহরের যানযট দূর হবে। আমরা রেল ওভার ব্রিজের কথা বলেছি।’

রাগেবুল আহসান রিপু বলেন, ‘আমাদের বগুড়ার ছেলে মেয়েরা বিভাগের মধ্যে সবচেয়ে মেধাবী। প্রথম থেকে দশের মধ্যে আমাদের ছেলে মেয়েরা থাকে। আমাদের কলেজগুলো এত সুন্দর ফলাফল করে। আমরা বলেছি, মাননীয় প্রধানমন্ত্রী বগুড়ায় বিশ্ববিদ্যালয় দিবেন। বিশ্ববিদ্যালয়ে যেনো আমার বগুড়ার ছেলে মেয়েরা পড়াশোনা করতে পারে এই ওয়াদা তাদের করেছি।’

‘অর্থনৈতিক জোনের কথা মাননীয় প্রধানমন্ত্রী নিজেই বলে এসেছেন। কিছু জটিলতার কারণে সেটা বন্ধ হয়ে আছে। আজকে মাননীয় স্পীকার আপনার মাধ্যমে আমি অনুরোধ করতে চাই এইসব ছোট ছোট ত্রুটি দূর করে আমাদের দেশের ও শহরের মানুষের কর্মসংস্থানের যেন ব্যবস্থা হয়। এই ওয়াদা করে আমরা এই নির্বাচনী বৈতরণি পার হয়েছি।’

বগুড়া জেলা আওয়ামী লীগের নেতা রাগেবুল আহসান বলেন, ‘আমরা আশাকরি মাননীয় প্রধানমন্ত্রী বগুড়াবাসীর প্রতি সুদৃষ্টি দিবেন। কারণ ৫০ বছর এই আসনে নৌকা জিততে পারেনি। আমরা চাই একটু উন্নয়নের ছোঁয়া লাগলে এই আসনে আমরা অনেক বড় নেতাকেও চ্যালেঞ্জ করতে পারব।’

গত ১ ফেব্রুয়ারি বগুড়া-৬ আসনে উপনির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে বিজয়ী হন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।

Check Also

বগুড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে নৈশ কোচের যাত্রী, ২ জন গ্রেফতার

শেরপুর ডেস্কঃ বগুড়ায় শ্যামলী পরিবহন নামে একটি নৈশকোচে ডাকাতি স্টাইলে যাত্রীদের অজ্ঞান করে টাকা, মোবাইল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 3 =

Contact Us