সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / জেলার খবর / বগুড়ার ভাষা আন্দোলনের ইতিহাস সমৃদ্ধ ইতিহাস: রিপু এমপি

বগুড়ার ভাষা আন্দোলনের ইতিহাস সমৃদ্ধ ইতিহাস: রিপু এমপি

শেরপুর ডেস্কঃ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বগুড়া জেলা প্রশাসনের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহিদ খোকন পার্কে অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, জেলার পরিষদের চেয়ারম্যান ডাঃ মোঃ মকবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ রুহুল আমিন বাবলু।

নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী মূয়ীদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন মূলত সাংস্কৃতিক আন্দোলন হলেও সেটা ছিল বাংলাদেশের সব রাজনৈতিক আন্দোলনের উৎস। আর সেই সংগ্রামের উৎস ধরে ১৯ বছরের রক্ত পথ পেরিয়ে ১৯৭১ সালে তার সমাপ্তিতে প্রতিষ্ঠা লাভ করে স্বাধীন, সার্বভৌম বাংলাদেশ।

তিনি বলেন ভাষা আন্দোলনে যারা নেতৃত্বের শীর্ষে ছিলেন তাদের মধ্যে বগুড়ার ছিলো ৩ জন। বগুড়ার ভাষা আন্দোলনের ইতিহাস সমৃদ্ধ ইতিহাস। ঢাকার বাইরে বগুড়াতে ভাষা আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়েছিলো। তিনি নতুন প্রজন্মের উদ্যেশে বলেন, আধো বাংলা আধো ইংরেজিতে ম্যাসেজ লেখা যাবে না।

সর্বত্র বাংলার ব্যবহার করে, সমৃদ্ধ এই ভাষাকে বিশ্ব দরবারে তুলে ধরতে হবে। সুস্থ সংস্কৃতির চর্চা করতে হবে। সুস্থ সাংস্কৃতিক চর্চ্ছা না হলে বাংলাভাষাকে টিকিয়ে রাখা যাবে না।

তিনি বলেন ভাষা আন্দোলনে ইতিহাসের সাথে বগুড়ার ভাষা সৈনিক গাজীউল হকসহ অনেকেরই অবদানও গুরুত্বপূর্ন ছিল। বর্তমান প্রজন্মকে বগুড়ার ভাষা সৈনিকদের অবদানের প্রতি যথাযথ সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপনের আহ্বান জানান।

 

Check Also

বগুড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে নৈশ কোচের যাত্রী, ২ জন গ্রেফতার

শেরপুর ডেস্কঃ বগুড়ায় শ্যামলী পরিবহন নামে একটি নৈশকোচে ডাকাতি স্টাইলে যাত্রীদের অজ্ঞান করে টাকা, মোবাইল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × five =

Contact Us