শেরপুর ডেস্কঃ বগুড়ার শেরপুর সাহিত্য চক্র’এর ৫৯৭তম পাক্ষিক অধিবেশন শুক্রবার(২৪ফেব্রুয়ারি) বিকালে ‘শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরী মহিলা অনার্স কলেজ’এ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির আহ্বায়ক ও সভাপতিমণ্ডলীর সদস্য সুলতান মাহমুদ রনি।
সমালোচনার দায়িত্বে ছিলেন- শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আমিরুল হোসেন চৌধুরী (দারা)।
স্বরচিত লেখা পাঠ করেন- মো. শহীদুল ইসলাম, এম. আর. টি. আরজু, বিশ্বজিৎ চৌধুরী, আবু সাঈদ ফকির, এম. আর. জামান, মো. নাহিদ আল মালেক, সুশীল চন্দ্র পাল, কে. এম. সাইফুল ইসলাম, মো. আব্দুল বারী, আব্দুস সামাদ, সাহেব মাহমুদ, মো. আমিনুল ইসলাম, জীবন সাহা, শাহ আলম, বি. এম. হাফিজুর রহমান, নুসরাত ফারহানা, সুমন মোহন্ত, শিমন রহমান, কৌশল ভট্টাচার্য্য বিজয় ও আরাফাত ইসলাম সুপ্ত। উপস্থিত ছিলেন- সুব্রত ঠাকুর, সাহাব উদ্দিন হিজল, মো. আজিজুল হক ও জাহান রহিম। সংগঠনটির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ১৮ মার্চ দিনব্যাপী অনুষ্ঠিত হবে।