শেরপুরনিউজ২৪ডটনেটঃ বগুড়ার শেরপুরে ১২০ বোতল ফেনসিডিলসহ মনিরুজ্জামান সৈকত(২৩) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৮ ফেব্রুয়ারী) বগুড়া-ঢাকা মহাসড়কের ছোনকা এলাকা থেকে তাকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া কার্যালয়ের সদস্যরা। এ সময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মনিরুজ্জামান সৈকত দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার কসবা সাগরপুর এলাকার রেজাউজ্জামান বেলাল এর ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া কার্যালয় সূত্র জানায়, অধিদপ্তরের উপ-পরিচালক রাজিউর রহমানের দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার অধিপ্তরের একটি টিম বগুড়া-ঢাকা মহাসড়কের ছোনকা এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় একটি মোটরসাইকেল আটক করে আরোহী মনিরুজ্জামান সৈকতের ব্যগ তল্লাশী করে ১২০ বোতল ফেন্সিল উদ্ধার ও তাকে গ্রেফতার করা হয়। তার ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়। এ ঘটনায় শেরপুর থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।