Home / বগুড়ার খবর / জেলার খবর / বগুড়ায় জাতীয় ভোটার দিবস পালন

বগুড়ায় জাতীয় ভোটার দিবস পালন

শেরপুর ডেস্কঃ “ভোটার হব নিয়ম নেমে, ভোট দিব যোগ্যজনে” এই প্রতিপাদ্য নিয়ে বগুড়ায় ৫ম জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (২ মার্চ) সকাল সাড়ে ৯টায় বগুড়া জেলা নির্বাচন অফিসের আয়োজনে দিবসটি উপলক্ষে ডিসি অফিস বটতলা থেকে একটি র‍্যালী বের করা হয়। র‌্যালীর আগে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়েছে।

পরে সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের করতোয়া হলরুমে সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. মাহমুদ হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রধান নির্বাহি কর্মকর্তা আশরাফুল মোমিন খান, অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহারিয়ার, সুজনের জেলা সম্পাদক হুমায়ুন ইসলাম তুহিনসহ অনেকেই।

আলোচনা সভায় সঞ্চালনায় ছিলেন, সদর উপজেলা নির্বাচন অফিসার মোছা. আছিয়া খাতুন। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, বগুড়ায় কর্মরত বিভিন্ন সরকারী বেসরকারী কর্মকর্তারা। এদিন দিবসটি উপলক্ষে নতুন করে ১৫০ জনের রেজিষ্ট্রেশন করা হয়।

Check Also

বগুড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে নৈশ কোচের যাত্রী, ২ জন গ্রেফতার

শেরপুর ডেস্কঃ বগুড়ায় শ্যামলী পরিবহন নামে একটি নৈশকোচে ডাকাতি স্টাইলে যাত্রীদের অজ্ঞান করে টাকা, মোবাইল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × four =

Contact Us