Home / দেশের খবর / বিএনপির নতুন কর্মসূচি ১১ মার্চ

বিএনপির নতুন কর্মসূচি ১১ মার্চ

শেরপুর ডেস্কঃ নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছে বিএনপি। আগামী ১১ মার্চ সারাদেশে মহানগর ও জেলায় মানববন্ধন করবে দলটির নেতাকর্মীরা।

শনিবার (৪ মার্চ) উত্তরায় পদযাত্রার প্রাক্কালে এক সংক্ষিপ্ত সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিদ্যুতের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, চাল-ডাল-তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যর উর্ধ্বগতির প্রতিবাদে এবং ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে এ কর্মসূচি দেয়া হয়েছে।

দেশব্যাপী মহানগরের থানায় থানায় পদযাত্রা কর্মসূচি পালন করছে বিএনপিসহ সমমনা দল ও জোট।

বিকেলে একযোগে মহানগরের ৯৯টি থানা ও আটটি স্থানে পদযাত্রা বের করে বিএনপি। এর মধ্যে ঢাকা মহানগর উত্তরে ২৬টি, দক্ষিণে ২৪টি থানায়, নারায়ণগঞ্জে তিনটি, গাজীপুরে আটটি, চট্টগ্রামে ১৫টি, রাজশাহীতে চারটি, খুলনায় পাঁচটি, বরিশালে তিনটি, রংপুরে ছয়টি ও সিলেট মহানগরের পাঁচটি থানায় এ কর্মসূচি পালিত হবে।

এছাড়া, তিনটি মহানগরে থানা না থাকায় বিভিন্ন ওয়ার্ড মিলে আটটি স্থানে এ কর্মসূচি পালন করছে। এর মধ্যে ময়মনসিংহে ৩৩ ওয়ার্ডে মিলে পাঁচটি স্থানে, ফরিদপুরে ২৭ ওয়ার্ড মিলে একটি স্থানে ও কুমিল্লা মহানগরের ২৭ ওয়ার্ড মিলে দুটি স্থানে পদযাত্রা বের করেছে।

Check Also

নিরীহ কারও নামে মামলা হলে আইনি প্রক্রিয়ায় প্রত্যাহার করতে হবে: আইজিপি

শেরপুর নিউজ ডেস্ক: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে দায়ের করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − 11 =

Contact Us