সর্বশেষ সংবাদ
Home / রাজশাহীর খবর / সিরাজগঞ্জ / তাড়াশ / তাড়াশে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

তাড়াশে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

শেরপুর ডেস্কঃ সিরাজগঞ্জের তাড়াশে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৩ জন নিহত হয়েছেন। সোমবার (৬ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের মন্নাননগর পেট্রোল পাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নুরে আলম। তিনি জানান, পরে খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ তাড়াশ থানা পুলিশের সহযোগিতায় মরদেহ তিনটি উদ্ধার করে।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— রাজশাহীর পুঠিয়া উপজেলার নন্দনপুর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে সুজন (২১) এবং সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুলখাগরাখালী গ্রামের বারেক সরকারের ছেলে আলমগীর হোসেন (২২)। অপজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতরা মোটরসাইকেল আরোহী ছিলেন। তারা সবাই নাটোর সিটি কলেজের শিক্ষার্থী।

প্রত্যদক্ষদর্শীরা বলছেন, সকালে একটি মোটরসাইকেলে করে তিনজন আরোহী মান্নাননগর থেকে কাছিকাটার দিকে যাচ্ছিলেন। আর এ সময় নাটোর থেকে একটি ট্রাক ঢাকার দিকে যাওয়ার সময় হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের মন্নাননগর পেট্রোল পাম্পের কাছে আসলে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী তিনজন নিহত হন।

Check Also

তাড়াশে সাবেক ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

শেরপুর ডেস্কঃ সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা দেশীগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + eleven =

Contact Us