সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / ৮ জেলায় নতুন ডিসি

৮ জেলায় নতুন ডিসি

শেরপুর ডেস্কঃ দেশের আট জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। বদলি ও নতুন নিয়োগের মাধ্যমে এ পরিবর্তন আনা হয়েছে।

রবিবার (১২ মার্চ) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই রদবদলের তথ্য জানানো হয়।

নাটোরের ডিসি শামীম আহমেদকে রাজশাহীর ডিসি হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীকে নড়াইলের ডিসি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের একান্ত সচিব মোহাম্মদ মারুফুর রশিদ খানকে মাদারীপুরে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপসচিব শাকিল আহমেদকে দিনাজপুরে, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর একান্ত সচিব আবু নাছের ভূঁঞাকে নাটোরে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ আজিজুল ইসলামকে মেহেরপুরে, বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব এসএম রফিকুল ইসলামকে ঝিনাইদহে ও মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব ঊর্মি বিনতে সালামকে মৌলভীবাজারের ডিসি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

Check Also

অযৌক্তিক কারণে নৈরাজ্য সৃষ্টি করলে প্রতিহতের হুঁশিয়ারি সারজিসের

শেরপুুর নিউজ ডেস্ক: অযৌক্তিক কারণে কেউ নৈরাজ্য সৃষ্টি করলে, দেশের স্বার্থে তাদের প্রতিহত করা হবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × one =

Contact Us