Home / আইন কানুন / জামিন আদেশ ও রায় উন্মুক্ত আদালতে দিতে নির্দেশ হাইকোর্টের

জামিন আদেশ ও রায় উন্মুক্ত আদালতে দিতে নির্দেশ হাইকোর্টের

শেরপুর ডেস্কঃ যেকোনো মামলার রায় বা জামিন আদেশ উন্মুক্ত আদালতে দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। অনলাইন জুয়ার হোতা সেলিম প্রধানের জামিন বাতিল করে সোমবার (১৩ মার্চ) পূর্ণাঙ্গ রায়ের পর্যবেক্ষণে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশনা দেন।

গত ১৮ ফেব্রুয়ারি অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচার মামলায় অনলাইন ক্যাসিনোর ‘গডফাদার’ হিসেবে পরিচিত সেলিম প্রধানকে বিশেষ জজ আদালতের দেয়া জামিন বাতিল করেন হাইকোর্ট। একই সঙ্গে মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত-৬ থেকে অন্যত্র বদলির নির্দেশ দেয়া হয়।

সেই সঙ্গে নতুন আদালতের বিচারককে রেকর্ড পাওয়ার চার মাসের মধ্যে মামলার বিচারকাজ শেষ করতে বলা হয়েছে। এর আগে, এ সংক্রান্ত মামলার শুনানি শেষে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ রায় দিয়েছিলেন। এ মামলায় ২৩ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় এদিন প্রকাশ করা হয়।

Check Also

বিদ্যুৎ নিয়ে আদানির সঙ্গে সব চুক্তি বাতিল চেয়ে রিট

শেরপুর নিউজ ডেস্ক: বিদ্যুৎ নিয়ে ভারতের আদানি গ্রুপের সঙ্গে সব চুক্তি বাতিল চেয়ে সরকারের সংশ্লিষ্টদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 5 =

Contact Us