Home / বিদেশের খবর / যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন ইমরান খান

যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন ইমরান খান

 

শেরপুর ডেস্ক: শুনানিতে আদালতে কয়েকবার হাজিরা না দেয়ার জন্য পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান এবং পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়া জারি করেছেন দেশটির একটি আদালত।

২০২০ সালের ২০ আগস্ট দলীয় এক নেতাকে গ্রেপ্তার ও নির্যাতনের অভিযোগে বিচার বিভাগীয় এক ম্যাজিস্ট্রেট এবং পুলিশের উচ্চপদস্থ একজন কর্মকর্তাকে হুমকি দেয়ার অভিযোগে ইসলামাবাদে মামলা হয় ইমরানের বিরুদ্ধে। এ মামলায় কয়েকবার আদালতে হাজিরা দিতে ব্যর্থ হন তিনি।

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদন অনুযায়ী, আদালতে হাজিরা না দেয়ার জন্য সোমবার (১৩ মার্চ) ইমরানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন দেশটির একটি আদালত।

ওই দিন ইসলামাবাদের দুটি জেলা ও সেশন আদালতে হাজিরা দেয়ার কথা ছিল দেশটির সাবেক প্রধানমন্ত্রীর। কিন্তু তার আইনজীবীরা নিরাপত্তার কারণ দেখিয়ে শুনানি থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন।

এদিকে জিও নিউজের প্রতিবেদন বলা হয়েছে, মঙ্গলবার গ্রেপ্তার করা হতে পারে ইমরানকে। এদিন সকালে তাকে গ্রেপ্তারের জন্য বর্তমান সরকারের নির্দেশ অনুযায়ী হেলিকপ্টারযোগে ইসলামাবাদ থেকে লাহোরে এসেছে পুলিশের একটি বিশেষ দল।

সাবেক এ প্রধানমন্ত্রীকে গ্রেপ্তারের ব্যাপারে ইসলামাবাদ ও লাহোর পুলিশের কর্মকর্তাদের মধ্যে বৈঠক হয়েছে। সেখানে বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৈঠকে লাহোর পুলিশ জানিয়েছে, ইমরানকে গ্রেপ্তারে ইসলামাবাদ পুলিশকে সব ধরনের সহযোগিতা করবে তারা। এছাড়া কোনো বাধা ছাড়াই ইসলামাবাদ পুলিশ যেন ইমরানের বাসভবন জামান পার্কে প্রবেশ করতে পারে, সেটাও নিশ্চিত করা হবে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ইমরানের বাসভবনে যাওয়ার আগে তার নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে ইসলামাবাদ পুলিশ কথা বলবে।
এদিকে হুমকি ছাড়াও তোষাখান মামলায়ও পাকিস্তানের সাবেক এ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। এরপরও আদালতে হাজিরা দেননি তিনি। এ মামলায় তাকে গ্রেপ্তারের জন্য গত ৫ মার্চ বাসভবন জামান পার্কে গিয়েছিল পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাড়িতে খুঁজে পাননি ইমরানকে।

Check Also

প্রথম ট্রিলিয়নিয়ার হতে যাচ্ছেন ইলন মাস্ক

শেরপুর নিউজ ডেস্ক: বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হলেন ইলন মাস্ক। তিনি বিশ্বের শীর্ষ প্রভাবশালী সামাজিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − fifteen =

Contact Us