Home / বগুড়ার খবর / শিবগঞ্জ / শিবগঞ্জের বিএনপি নেতা মীর শাহ আলম কারাগারে

শিবগঞ্জের বিএনপি নেতা মীর শাহ আলম কারাগারে

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ মারপিট, ভাঙচুর, ককটেল বিষ্ফোরণ ও নাশকতার মামলায় বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহ আলমের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছে আদালত।

মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে বগুড়া দায়রা জজ আদালতের বিচারক একেএম মোজাম্মেল হক চৌধুরী এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট ইন্সপেক্টর অশোক কুমার সিংহ।

এর আগে গত ২৪ নভেম্বর সন্ধ্যায় শিবগঞ্জের মোকামতলা বন্দরে মারপিট, ভাঙচুর ও ককটেল বিষ্ফোরণের ঘটনায় মীর শাহ আলমকে প্রধান আসামি করে ৫০জনের বিরুদ্ধে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম মামলা দায়ের করে। সেই মামলায় আসামিরা হাইকোর্ট থেকে আগাম ৬ সপ্তাহের আগাম জামিন নেয় এবং নিম্ন আদালতে গত ১৩ ফেব্রুয়ারি আত্মসমর্পন করেন। কিন্তু তখন প্রধান আসামি মীর শাহ আলম থাইল্যান্ডে চিকিৎসার জন্য যাওয়ায় আদালত সকল আসামিকে ১৪ মার্চ উপস্থিত থাকার নির্দেশ দেন। পরে আজ মঙ্গলবার(১৪ মার্চ) ওই মামলার সকল আসামি হাজির হলে মীর শাহ আলমের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। একই সাথে মামলার বাকি ৪৯জন আসামির জামিন মঞ্জুর করেন আদালত।

কোর্ট ইন্সপেক্টর অশোক কুমার সিংহ বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী মীর শাহ আলমকে বগুড়া কারাগারে প্রেরণ করা হয়েছে।

Check Also

বগুড়ায় ফেসবুকে ধর্মীয় উস্কানিমূলক পোস্ট দেয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

শেরপুর নিউজ ডেস্ক: ফরিদপুরের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্মীয় উস্কানিমূলক পোস্ট প্রদান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × three =

Contact Us