Home / খেলাধুলা / ইংল্যান্ডকে এবার বাংলাওয়াশ

ইংল্যান্ডকে এবার বাংলাওয়াশ

শেরপুর ডেস্কঃ অনেক চেস্টা করেও বাংলাওয়াশ (হোয়াইটওয়াশ) এড়াতে পারল না ইংল্যান্ড। নাক উঁচু স্বাভারের ইংলিশরা টাইগারদের দুর্বল দল ভেবে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বরাবরই অনীহা প্রকাশ করেছে। ৭ বছর পর বাংলাদেশ সফরে এসেছে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতলেও টি-টোয়েন্টি সিরিজে লাল-সবুজের প্রতিনিধিদের বিপক্ষে হেরেছে ৩-০ ব্যবধানে।

ইংলিশদের বাংলাওয়াশ করে ইতিহাস গড়েছে সাকিব বাহিনী। প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৬ উইকেটে জেতার পর দ্বিতীয় ম্যাচে ৪ উইকেটে জিতে সিরিজ নিশ্চিত করে হাথুরুসিংহের শিষ্যরা। মঙ্গলবার (১৪ মার্চ) তৃতীয় তথা শেষ টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডকে ১৬ রানে হারিয়ে বাটলার বাহিনীকে বাংলাওয়াশ করে বিশ্বকে চমকে দিয়েছে টাইগাররা।

হোম অব ক্রিকেট মিরপুরে টস জিতে আগে বলিং করার সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। টাইগাররা আগে ব্যাট করতে নেমে নির্ধারতি ২০ ওভারে ২ উইকেটে হারিয়ে ১৫৮ রান করে। ৫৭ বলে ৭৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন লিটন। ৩৬ বলে অনবদ্য ৪৭ রান করেন ইনফর্ম নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশকে দারুন সূচনা এনে দেন দুই ওপেনার লিটন দাস ও রনি তালুকদার। পাওয়ার প্লে-তে কোন উইকেট না হারিয়ে ৪৬ রান তোলে লাল-সবুজের প্রতিনিধিরা। দলীয় ৫৫ রানে ২২ বলে ২৪ রান করে সাজঘরে ফেরেন রনি। এরপর ক্রিজে লিটনের সঙ্গী হন শান্ত। ১০টি চার ও ১টি ছক্কায় ৫৭ বলে ৭৩ রান করেন লিটন। এরপর আর কোন উইকেট হারায়নি টাইগাররা। সাকিব আল হাসানের সঙ্গে শেষ ১৮ বলে ১৯ রান যোগ করেন শান্ত। ফলে ১৫৮ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। ১টি চার ও ২টি ছক্কায় ৩৬ বলে অপরাজিত ৪৭ রান করেন শান্ত। ৬ বলে ৪ রান নিয়ে অপরাজিত থাকেন সাকিব।

জবাবে ব্যাট করতে নেমে প্রথম বলে চার মেরে শুরু করেন ইংলিশ ওপেনার ডেভিড মালান। তবে প্রথম ওভারেই এক বল পরই তানভীরের শিকার ফিল সল্ট। এরপর মালান আউট হন ৪৭ বলে ৫৩ রান করে। এর পরের বলেই আউট হন আউট বাটলার। মোস্তাফিজের লেংথ বলটা পয়েন্টে খেলে সিঙ্গেল নিতে গিয়েছিলেন বেন ডাকেট, সাড়াও দিয়েছিলেন বাটলার। তবে মিরাজের থ্রো সরাসরি স্টাম্পে আঘাত হানে। এরপর ডাকেটের ১১, মঈন আলির ৯, স্যাম কারানের ৪ রানে বেশিদূর এগুতে পারেনি ইংলিশরা। গুটিয়ে যান মাত্র ১৪২ রানে। টাইগাররা জয় পায় ১৬ রানে। ফলে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নেয় সাকিব বাহিনি। প্রথম সিরিজেই ইংলিশদের হোয়াইটওয়াশ করে টাইগাররা।

Check Also

অশ্বিন-জাদেজার ব্যাটে শক্ত অবস্থানে ভারত

  শেরপুর নিউজ ডেস্ক: চেন্নাই টেস্টে অবিশ্বাস্য শুরু পায় বাংলাদেশ। দলীয় ৩৪ রানের মধ্যে ভারতের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + 10 =

Contact Us