শেরপুরনিউজ২৪ডটনেটঃ বগুড়ার শেরপুরে উপজেলা দলিল লেখক সমিতির ৩২ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের পর ওই কমিটিকে স্থানীয় আওয়ামী লীগ অবৈধ বলে আখ্যায়িত করে ব্যবস্থা নেয়ার দাবী জানিয়ে বিবৃতি দিয়েছে।
মঙ্গলবার (১৪মার্চ) বিকালে শেরপুর সাব-রেজিষ্ট্রি অফিসে এসএম ফেরদৌসকে সভাপতি ও জামালউদ্দিনকে সাধারণ সম্পাদক করে উপজেলা দলিল লেখক সমিতির এই কমিটি ঘোষণা দেয়া হয়।
এর কয়েক ঘন্টা পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ শেরপুর উপজেলা শাখা ও শেরপুর পৌর শাখার সভাপতি-সম্পাদকের নাম দিয়ে ওই কমিটিকে অবৈধ আখ্যায়িত করে বিবৃতি দেয়া হয়েছে।
শেরপুর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রবিউল হাসান বাবু স্বাক্ষরিত বিবৃতিতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. গোলাম ফারুক ও সাধারণ সম্পাদক সুলতান মাহমদ বলেছেন, ১৪/৩/২০২৩ তারিখে শেরপুর দলিল লেখক সমিতির নামে একটি কমিটি ফেসবুকে প্রচার করা হয়েছে। যা সম্পুর্ণ অবৈধ ও বেআইনীভাবে গঠন করা হয়েছে। মূলত এই সমিতির আইনগত কোন বৈধতা নেই। উক্ত কমিটি গঠন করে সাধারণ মানুষের উপর জুলুম করে সরকার নির্ধারিত ফি এর অতিরিক্ত টাকা আদায় করে দলিল লেখক সমিতির নামে লুটপাটের অপচেষ্টার কৌশলমাত্র।
এতে আরো বলা হয়, উক্ত সমিতির নামে সরকার নির্ধারিত ফির অতিরিক্ত টাকা জনগনের নিকট থেকে জোরপুর্বক আদায় চাঁদাবাজের অপরাধ বলে গণ্য হবে। এ বিষয়ে শেরপুরের সর্বস্তরের জনসাধারণকে সজাগ থাকার জন্য অনুরোধ করা হলো।
অপরদিকে বাংলাদেশ আওয়ামী লীগ শেরপুর পৌর শাখার দপ্তর সম্পাদক মো. আব্দুল কুদ্দুস স্বাক্ষরিত এক বিবৃতিতে পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সারওয়ার রহমান মিন্টু ও সাধারণ সম্পাদক মো. গোলাম হোসেনও ওই কমিটিকে অবৈধ ও বেআইনী বলে অভিহিত করেছেন।