বগুড়ায় ১০ দিনব্যাপি বিসিক উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শহীদ খোকন পার্কে জেলা প্রশাসনের সহযোগিতায় বিসিক বগুড়া জেলা কার্যালয় মেলার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই মেলা ঘিরে দশদিনে মেলবন্ধন যেমন ঘটেছে উদ্যোক্তাদের, তেমনি পণ্যের প্রদর্শন এবং বাজারজাত করণেও বিকাশ ঘটেছে এখানে। পণ্যের চাহিদা বৃদ্ধির জন্য ক্রেতাদের চাহিদানুযায়ী আকর্ষণীয় নতুন নতুন ডিজাইন ও মানসম্পন্ন পণ্যসামগ্রী উৎপাদন করতে হবে। এই খাতের উন্নয়ন ও বিকাশ ঘটিয়ে উৎপাদন ও আয় বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিই হবে বিসিক উদ্যোক্তা মেরার অন্যতম লক্ষ্য।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীনেশ সরকারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আক্তার, বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রি’র সভাপতি মাসুদুর রহমান মিলন, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশ (নাসিব) জেলা শাখার সভাপতি টি জামান নিকেতা, বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি আজিজার রহমান মিলটন, বিসিক বগুড়া জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক একেএম মাহফুজুর রহমান।
এর আগে গত ৫ মার্চ ১০ দিনব্যাপি মেলার উদ্বোধন করা হয়। এই মেলায় ৫০টি স্টল স্থান পায়। মেলায় বগুড়াসহ অন্য জেলা থেকে উদ্যোক্তাগণ স্টগুলোতে তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রয় করেন।প্রেস বিজ্ঞপ্তি