Home / দেশের খবর / ইভিএম’র আসন সংখ্যা চূড়ান্ত হতে পারে আজ

ইভিএম’র আসন সংখ্যা চূড়ান্ত হতে পারে আজ

শেরপুর ডেস্কঃ জাতীয় সংসদ নির্বাচনে কতগুলো আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার হবে-সেই ভাগ্য নির্ধারণ হতে পারে আজ। এদিন অনুষ্ঠেয় নির্বাচন কমিশনের ১৬তম সভায় কতসংখ্যক ইভিএম মেরামত করা হবে সে বিষয়েও সিদ্ধান্ত আসার কথা রয়েছে। সে লক্ষ্যমাত্রা অনুযায়ী মেশিন মেরামতের জন্য অর্থ মন্ত্রণালয়ের কাছে টাকা চাওয়া হবে। যদিও ইভিএম মেরামত করতে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি (বিএমটিএফ) এক হাজার ২৫৯ কোটি ৯০ লাখ টাকা চেয়ে চিঠি দিয়েছে। ইভিএমসহ সভায় গুরুত্বপূর্ণ পাঁচটি এজেন্ডা রয়েছে। সেগুলোর মধ্যে জাতীয় সংসদ ও পাঁচ সিটি করপোরেশন নির্বাচন এবং সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত নাগরিকদের ভোটার করা ও জাতীয় পরিচয়পত্র দেওয়া বিষয় আছে। ইসি সূত্রে এসব তথ্য জানা গেছে।

Check Also

সেনাবাহিনীর নাম ব্যবহার করে প্রতারণায় অভিযোগ জানানোর আহ্বান

শেরপুর নিউজ ডেস্ক: কিছু অসাধু ব্যক্তি ও স্বার্থান্বেষী মহল ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের নাম ব্যবহার করে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 2 =

Contact Us