ষ্টাফ রির্পোটার: বগুড়ার শেরপুর ধুনট এলাকার সাবেক জাতীয় সংসদ সদস্য উত্তরাঞ্চলের প্রখ্যাত সাংবাদিক দৈনিক বাংলাদেশ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক মরহুম আমানউল্লাহ খানের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৫ ই মার্চ বুধবার বেলা ১১ টায় শেরপুর উপজেলার জয়লা ডিগ্রী কলেজ মিলনায়তনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ হোসেন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সন্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু , কলেজ গভর্নিং বডির সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ খান, সুঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম শাহাদাত হোসেন, সুঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান জিন্না।
কলেজের সহকারী অধ্যাপক শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন গভর্নিং বডির সদস্য আব্দুল কাদের সরকার বাবলু, জয়লা গুয়াগাছি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল মাহমুদ, কলেজের সহকারী অধ্যাপক শামসুল হক, প্রভাষক আলহাজ্ব জয়নাল আবেদীন, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান প্রমুখ। পরে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন স্থানীয় মাদ্রাসার মুহতামিম মাওলানা শাহাদাত হোসেন।
Check Also
শেরপুরে গৃহবধুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
শেরপুর ডেস্কঃ বগুড়ার শেরপুরের বিনোদপুর গ্রামে এক গৃহবধুকে ধর্ষণ করার অভিযোগে মিরাজুল ইসলাম (২৫) নামের …