সর্বশেষ সংবাদ
Home / পড়াশোনা / এ মাসেই গুচ্ছভর্তি কার্যক্রম শুরু

এ মাসেই গুচ্ছভর্তি কার্যক্রম শুরু

শেরপুর ডেস্কঃ তৃতীয়বারের মতো শুরু হতে যাচ্ছে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি কার্যক্রম। চলতি মাসেই নতুন শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু হবে।

শুরুতে কয়েকটি বিশ্ববিদ্যালয় গুচ্ছভর্তি প্রক্রিয়ায় থাকতে দ্বিমত পোষণ করলেও শিক্ষা মন্ত্রণালয়ের আলোচনায় জোরালো কোনো আপত্তি তোলেনি। ফলে শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সম্মিলিত সিদ্ধান্তে এ মাসেই শুরু হচ্ছে গুচ্ছভর্তি কার্যক্রম।

ভর্তি কমিটির যুগ্ম আহ্বায়ক ও জবি উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক বলেন, সবকিছু ঠিক থাকলে এ মাসেই গুচ্ছভর্তি কার্যক্রম শুরু হবে। জুলাইয়ে শুরু হবে নতুন শিক্ষাবর্ষের ক্লাস। সব ত্রুটি চিহ্নিত করে একটি নির্দিষ্ট প্রক্রিয়ায় ভর্তি কার্যক্রম চলবে। প্রয়োজনে টেকনিক্যাল বিষয়গুলো আরও উন্নয়ন করা হবে।

এদিকে নিজস্ব স্বকীয়তা ধরে রাখতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি এ পদ্ধতি থেকে বের হওয়ার দাবি জানিয়েছে। জবির শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আইনুল ইসলাম বলেন, মাত্র কয়েকটা আসন পূরণের জন্য দশের বেশি মেধা তালিকা দেওয়া লাগে। এতে মেধাবী শিক্ষার্থী হারাচ্ছি আমরা। বিশ্ববিদ্যালয়টি গুচ্ছতে থাকবে কি না, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার(১৬মার্চ) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা হবে।

অন্যদিকে, ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, মন্ত্রীকে সমস্যার কথা জানিয়েছি। নিজস্ব প্রক্রিয়ায় ফিরতে উপাচার্যের কাছেও চিঠি দিয়েছি।

২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথম ২২টি বিশ্ববিদ্যালয় নিয়ে অনুষ্ঠিত হয় গুচ্ছভর্তি পরীক্ষা। শিক্ষার্থীদের সুবিধার বিষয়ে চিন্তা করে এ কার্যক্রম শুরু হলেও পরবর্তী সময়ে নানাবিধ ত্রুটি ও অব্যবস্থাপনা দেখা দেয়। এতে ভোগান্তিতে পড়েন শিক্ষার্থীরা।

Check Also

নিহত শিক্ষার্থীর পরিবারকে আর্থিক সহায়তা দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়

শেরপুর নিউজ ডেস্ক: জাতীয় বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থীদের পরিবারকে আর্থিক সহায়তা দিবে। এ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + 8 =

Contact Us