Home / বগুড়ার খবর / শিবগঞ্জ / শিবগঞ্জে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু, গ্রেফতার ২

শিবগঞ্জে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু, গ্রেফতার ২

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জে জমি নিয়ে বিরোধের ঘটনায় প্রতিপক্ষের মারপিটে আহত নুরুল ইসলাম মারা গেছে। এ ঘটনায় ৯ জনের বিরুদ্ধে থানায় মামলা হলে পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে। থানার মামলা সূত্রে জানা যায়, উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের কালুগাড়ী গ্রামের মনসা মন্ডল ও একই গ্রামের মৃত: আসমত শেখের ছেলে ছাত্তার শেখদের জমি নিয়ে বিরোধ চলে আসছে।

গত ১২ মার্চ সকাল ৮টার দিকে মৃত: ইউসুফ আলী মন্ডলের ছেলে মনসা মন্ডল ও তার লোকজন জমিতে ধান রোপন করতে গেলে একই গ্রামের প্রতিপক্ষ আসমত শেখের ছেলে আব্দুস ছাত্তারসহ তার লোকজনের মধ্যে বিবাদের এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এসময় প্রতিপক্ষের মারপিটে নুরুল ইসলাম, তুষার মন্ডল, মনসা মন্ডল ও তৌকির মন্ডল আহত হয়।

আহতদের মধ্যে নুরুল ইসলাম কে গুরুতর অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হলে গতকাল মঙ্গলবার রাত ১০টায় সে মারা যায়। এ ঘটনায় নিহতর ছোট ভাই লুৎফর রহমান বাদি হয়ে শিবগঞ্জ থানায় ৯ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন।

শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মঞ্জুরুল আলম বলেন, এ ঘটনায় থানায় হত্যা মামলা নেওয়া হয়েছে। মামলার আসামী আব্দুস ছাত্তার ও তার মেয়ে মেরিনাকে গ্রেফতার করা হয়েছে। মামলার অপর আসামীদের কে গ্রেফতার করতে পুলিশ তৎপর রয়েছে।

 

Check Also

বগুড়ায় ফেসবুকে ধর্মীয় উস্কানিমূলক পোস্ট দেয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

শেরপুর নিউজ ডেস্ক: ফরিদপুরের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্মীয় উস্কানিমূলক পোস্ট প্রদান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − ten =

Contact Us