Home / বিশেষ প্রতিবেদন / মেডিকেলে ভর্তি নিয়ে চিন্তিত সারিয়াকান্দির জেসমিন

মেডিকেলে ভর্তি নিয়ে চিন্তিত সারিয়াকান্দির জেসমিন

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: সারিয়াকান্দির অসুস্থ কৃষক পরিবারে বেড়ে ওঠা জেসমিন চান্স পেয়েছেন মেডিকেল কলেজে। তিনি মানিকগঞ্জের কর্ণেল মালেক মেডিকেলে চান্স পেয়েছেন। মেডিকেলে পড়াশোনার খরচ কিভাবে যোগাড় হবে এ নিয়েই চিন্তিত দরিদ্র কষক পরিবারের জেসমিন। তবে বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম তার পড়াশোনার খরচের আশ্বাস দিয়েছেন।

জেসমিন উপজেলার কুতুবপুর ইউনিয়নের শোলার তাইড় গ্রামের অসুস্থ কৃষক লাল মাহমুদ খানের মেয়ে। তার মা মোর্শেদা বেগম একজন গৃহিণী। শোলারতাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেসমিনের হাতেখড়ি। তিনি কুতুবপুর উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেন। এরপর রাজশাহী সরকারি মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। জেসমিনের ২ ভাই ২ বোন। বড়ভাই শামিম মিয়া ঢাকায় একটি গার্মেন্টস এ চাকরি করেন। যার খরচে জেসমিনদের পড়ালেখার খরচ চলে।

জেসমিনের অপর ভাই আলমগীর হোসেন সবে স্নাতক সমাপ্ত করে এখন বেকার। তার বড়বোন নাহিদা সুলতানা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর শ্রেণিতে অধ্যয়নরত। জেসমিন বলেন, আমার বড়ভাই শামীম ঢাকায় গার্মেন্টস এ চাকরি করে আমাদের পড়াশোনার খরচ চালানোর চেষ্টা করেন। রাজশাহী উচ্চ মাধ্যমিকে পড়ার সময় সেখানকার স্থানীয় আলোক নিশান ফাউন্ডেশন আমার টিউশনির টাকা সহযোগিতা করতো।

এখন আল্লাহর রহমতে আমি মেডিকেলে চান্স পেয়েছি কিন্তু পড়াশোনার খরচ নিয়ে খুবই চিন্তিত আছি। পড়াশোনা শেষ করে ডাক্তার হয়ে জেসমিন একজন গরীব অসহায় মানুষের ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেন বলে জানিয়েছেন। জেসমিনের ভাই শামীম মিয়া বলেন, ভাইবোনের লেখাপড়া করানোর জন্য এখনো আমি বিয়ে করিনি। ওরাই আমার সম্পদ। স্বল্প বেতনে চাকরি করেও আমি আমার ভাই বোনদের পড়াশোনার খরচ চালানোর চেষ্টা করছি।

বাবার ওষুধ এবং সংসারের খরচ চালানোর পর তাদের ঠিকমতো খরচ দিতে পারি না। জেসমিনের মেডিকেলে চান্স পাওয়ায় আমি খুবই খুশি হয়েছি। পড়াশোনার খরচ নিয়ে চিন্তিত আছি। তবে মনে হয় আল্লাহ চালিয়ে নেবেন। এ বিষয়ে বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, জেসমিনের সাথে দেখা করতে ইতিমধ্যেই আমি পরিকল্পনা করেছি। আগামী শনিবার তার বাড়িতে গিয়ে তার সাথে কথা বলে তাকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

Check Also

সারিয়াকান্দিতে ঝড়ে গাছ পড়ে বৃদ্ধার মৃত্যু

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সারিয়াকান্দিতে ঝড়ে গাছ পড়ে অয়েদা বেগম (৬০) নামে এক বৃদ্ধার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × one =

Contact Us