শেরপুর ডেস্ক: বগুড়ার শেরপুর উপজেলার ভীতর দিয়ে প্রবাহিত করতোয়া ও ফুলজোড় নদীতে ২ টি কারখানার উচ্চ মাত্রার বিষাক্ত কেমিক্যাল মিশ্রিত বর্জ ফেলার ফলে জলজ প্রাণী ও জলজ উদ্ভিদ হুমকির সন্মুখিন হয়ে পড়েছে বলে গুরুতর অভিযোগ উঠেছে।
জানাযায় করতোয়া ও ফুলজোড় নদী পাড়ের মানুষ সেচকাজ, গোসল, গৃহপালিত পশুর গোসল, মৎস্য আহরনসহ বিভিন্নকাজে নদীর উপর নির্ভরশীল। করতোয়া ও ফুলজোড় নদীতে এস আর কেমিক্যাল ও মজুমদার প্রোডাক্টকস এর উচ্চ মাত্রার বিষাক্ত কেমিক্যাল মিশ্রিত বর্জ ফেলার ফলে নদীর পানি স্বাভাবিক রং হারিয়ে নীল রং ধারন করেছ্,ে নদীর মাছ মারা যাচ্ছে, নদীর শামুক-ঝিনুক নষ্ট হয়ে যাচ্ছে এবং জলজ প্রাণী ও জলজ উদ্ভিদ হুমকির সন্মুখিন হয়ে পড়েছে। এলাকাবাসীর পক্ষ থেকে প্রতিকার চেয়ে তৌহিদুল ইসলাম বাবু স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ শেরপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর দেয়া হয়েছে।
শেরপুর নাগরিক স্বার্থ সংরক্ষন কমিটির সভাপতি আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু বলেন করতোয়া ও ফুলজোড় নদী তীরবর্তী মানুষের জীবন রক্ষার্থে, নদীর প্রাকৃতিক পরিবেশ রক্ষার্থে এস আর কেমিক্যাল ও মজুমদার প্রোডাক্টকস এর উচ্চ মাত্রার বিষাক্ত কেমিক্যাল মিশ্রিত বর্জ নদীতে ফেলা অবিলম্বে বন্ধ করতে হবে। তিনি সরেজমিনে তদন্তপুর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোছা: সানজিদা সুলতানা বলেন বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
Home / শেরপুর / শেরপুরে করতোয়া ও ফুলজোড় নদীতে বিষাক্ত বর্জ ফেলায় জলজ প্রাণী ও উদ্ভিদ হুমকির সন্মুখিন
Check Also
টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে সকল দপ্তরে সুশাসন প্রতিষ্ঠা আবশ্যক : ডিসি বগুড়া
শেরপুর নিউজ ডেস্ক: বগুড়া জেলা প্রশাসন শুদ্ধাচার প্রতিষ্ঠা ও টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে করণীয় বিষয়ক …