শেরপুর ডেস্কঃ সুষ্ঠু নির্বাচন আয়োজনে ব্যর্থ হলে পদত্যাগ করবেন বলে ঘোষণা দিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু ভোটের গ্যারিন্টি দিয়ে তিনি বলেছেন, নির্বাচন নিয়ে কোনো কম্প্রোমাইজ করা হবে না। নির্বাচন অবশ্যই সুষ্ঠু হবে, আমরা গ্যারিন্টি দিচ্ছি। আমরা যতক্ষণ আছি, এই চেয়ারে সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করে যাব।
বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
যদি সুষ্ঠু নির্বাচন না হয়, কম্প্রোমাইজ করতে হয়। তখন কী করবেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তখন আমাদের এই চেয়ারে দেখবেন না। আমরা যে কাজের জন্য শপথ করেছি, সেটা যদি না-ই করতে পারি তাহলে এই চেয়ারে থাকব কেন?
এটি আপনার একার মতামত কি না জানতে চাইলে ইসি বলেন, ‘আমাদের কমিশনে যারা আছি সকলের মনোভাব এরকমই। আমরা সুষ্ঠু নির্বাচন করতে পারব না এটা বিশ্বাস করি না। আপনারা যদি হাইপোথিটিক্যালি বলেন যে, এটা সম্ভব না। তখন আমরা সে দায়িত্ব পালন করব না।’
প্রয়োজনে পদত্যাগ করবেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দায়িত্ব থেকে সরে যাব।’ তাহলে কি সমাধান হবে? জানতে চাইলে বলেন, সেটি তারা দেখবেন।
‘দলীয় সরকারের অধীনে ভোট সুষ্ঠু হবে না’- এই ধারণা ভাঙার দায়িত্ব কার- এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, ‘এটা ভাঙার দায়িত্ব রাজনীতিবিদদের। এখানে নির্বাচন কমিশনের কিছু করার নেই। এটা রাজনৈতিক সমস্যা। রাজনৈতিক সমস্যা, রাজনৈতিকভাবে সমাধান করতে হবে। এ বিষয়টাতে আমাদের কিছু করার নেই। সংবিধানও সে দায়িত্ব আমাদের দেয়নি।’
দায়িত্ব শতভাগ পালনের অঙ্গীকার করে ইসি আলমগীর বলেন, ‘নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে ভোট সুষ্ঠুভাবে পরিচালনা করা। নির্বাচনের তফসিল ঘোষণার আগে থেকেই লেভেল প্লেয়িং ফিল্ড থাকা। নির্বাচনে যারা অংশ নেবেন, তারা স্বাধীনভাবে প্রচার করতে পারেন, ভোটাররা যাতে ভোটকেন্দ্রে এসে তাদের ইচ্ছেমতো পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন। ভোট গণনা যাতে সুষ্ঠুভাবে হয়, নির্বাচনের ফলাফল যাতে সঠিকভাবে প্রতিফলিত হয় ভোটারদের ইচ্ছার, সেটা আমাদের দায়িত্ব। আমরা সে দায়িত্ব পালনের প্রতি আমাদের শতভাগ অঙ্গীকার রয়েছে। আমরা সেটা করব। আমরা শুধু এটুকু বলতে পারি যে, ধরনের সরকারই থাকুক না কেন, বর্তমান ইসি শততাগ সৎ, নিরপেক্ষ নির্বাচন করবে।