সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / মাঠপর্যায়ে পুলিশ কর্মকর্তাদের সজাগ থাকার নির্দেশ আইজিপির

মাঠপর্যায়ে পুলিশ কর্মকর্তাদের সজাগ থাকার নির্দেশ আইজিপির

শেরপুর ডেস্কঃ পবিত্র রমজান ও ঈদকে কেন্দ্র করে যাতে কোনো মহল আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সেজন্য মাঠপর্যায়ে পুলিশ কর্মকর্তাদের সজাগ ও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
ছাত্র ও শ্রমিক সংশ্লিষ্ট বিষয়, যে কোনো দুর্ঘটনা, সাম্প্রদায়িক সম্প্রীতি, নিত্যপণ্যের কৃত্রিম সংকট ইত্যাদিকে কেন্দ্র করে যাতে কেউ উদ্দেশ্যমূলকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করতে না পারে সেজন্য সতর্ক থাকারও নির্দেশ দেন আইজিপি।

বৃহস্পতিবার (১৬ মার্চ) পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে এক সভায় এ নির্দেশনা দিন তিনি।

আইজিপি বলেন, রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত করে কেউ যেন বাজারে কৃত্রিম সংকট তৈরি, ও দ্রব্যমূল্য বৃদ্ধি করতে না পারে সেদিকে নজর দিতে হবে।

এ জন্য তিনি মূল্যবৃদ্ধি রোধে নিয়মিত বাজার মনিটরিং করতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন।

আইজিপি বলেন, শিল্পাঞ্চল বিশেষ করে গার্মেন্টস সেক্টরে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ নিয়ে যেন কোনো ধরনের অপ্রীতিকর অবস্থার সৃষ্টি না হয়, সেজন্য শিল্প পুলিশকে তৎপর থাকতে হবে।

 

Check Also

পাকিস্তান থেকে চট্টগ্রাম বন্দরে আসা কন্টেইনার বহনকারী জাহাজে কী ছিলো

শেরপুর নিউজ ডেস্ক: বাংলাদেশের স্বাধীনতার পর প্রথমবারের মতো পাকিস্তানের করাচি থেকে কন্টেইনার বহনকারী জাহাজ সরাসরি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + 12 =

Contact Us