শেরপুর ডেস্কঃ নদী রক্ষায় জনগণকে সচেতন করতে বৃহস্পতিবার (১৬ মার্চ) বগুড়া জেলার সদর উপজেলায় তিন দিনব্যাপী নদী মেলা উদ্বোধন করা হয়েছে।
বগুড়া জেলা নদী রক্ষা কমিটি, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বগুড়া ইউনিট ও পানি উন্নয়ন বোর্ড যৌথভাবে শহীদ খোকন পার্কে মেলার আয়োজন করে।
বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু।
মেলা উপলক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘আজ যারা নদী দখল করে তারাই এ ধরনের অনুষ্ঠানে প্রধান অতিথি। বগুড়ার করতোয়া নদী বাঁচাতে স্কুল-কলেজের শিক্ষার্থীদের আন্দোলন করতে হবে। এই নদী কেউ দখল করতে পারবে না। নদী রক্ষার দায়িত্ব আমাদের সবাইকে নিতে হবে ‘
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর- ট্রাফিক) হেলেনা আকতার, পানি উন্নয়ন বোর্ডে তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আরিফুল ইসলাম।
বাপা বগুড়া শাখার যুগ্ম সম্পাদক সৈয়দ ফজলে রাব্বী ডলারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নদী মেলা আয়োজক কমিটির আহ্বায়ক প্রকৌশলী সাহাবুদ্দিন সৈকত। অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. নাজমুল হক, বাপা বগুড়া শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল করিম দুলাল, মেলা কমিটির সদস্য সচিব ও বাপা বগুড়া শাখার সাধারণ সম্পাদক জিয়াউর রহমান।