শেরপুর ডেস্কঃ বগুড়ার শাজাহানপুরে ৫০০ পিস ইয়াবাসহ দু’জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (১৭ মার্চ) বেলা সাড়ে ১১ টার দিকে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার যাদুরানী গ্রামের আব্দুর রহমানের ছেলে সফিকুল ইসলাম (৪২) ও বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার দিঘলকান্দী গ্রামের জাহিদুল ইসলামের ছেলে আশিকুর রহমান বাবু ওরফে মাহবুব (৩৫)।
এরআগে বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে ডিবি পুলিশ শাজাহানপুরের বনানী গোলচত্তর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।
বিষয়গুলো নিশ্চিত করেছেন বগুড়া ডিবি পুলিশের ইনচার্জ (ইন্সপেক্টর) সাইহান ওলিউল্লাহ৷
পুলিশের এ কর্মকর্তা জানান, ঠাঁকুরগাও জেলার সফিকুল ইয়াবা চোরাচালান চক্রের মূলহোতা। তিনি কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে বগুড়ায় আসেন৷ এখানকার আঞ্চলিক সহযোগী আশিকুরের মাধ্যমে ইয়াবা বিক্রির জন্য বনানী গোলচত্তরে অপেক্ষা করছিলেন সফিকুল।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের দেহ তল্লাশি করে মোট ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে৷
ইন্সপেক্টর সাইহান ওলিউল্লাহ আরও জানান, গ্রেপ্তার দু’জনের বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য আইনে শাজাহানপুর থানায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।