Home / দেশের খবর / আজকের শিশুরাই আগামীর স্মার্ট জনগোষ্ঠী হবে -টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী

আজকের শিশুরাই আগামীর স্মার্ট জনগোষ্ঠী হবে -টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী

শেরপুর ডেস্কঃ আজকের শিশুরাই হবে আগামী দিনের স্মার্ট জনগোষ্ঠী, কোনো শিশুই শিক্ষার আলো থেকে বঞ্চিত হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতীয় শিশু দিবস উপলক্ষে শুক্রবার (১৭মার্চ) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, আমরা শিশুদের বিনামূল্যে বই দিচ্ছি। প্রায় ১ কোটি ২০ লাখ প্রাথমিক শিক্ষার্থীকে আমরা উপবৃত্তি দিচ্ছি। সরাসরি মায়ের নামে সে টাকা যাচ্ছে। সবমিলিয়ে প্রায় দুই কোটি ৩০ লাখ শিক্ষার্থী আমাদের কাছ থেকে বৃত্তি, উপবৃত্তি, গবেষণার জন্য অর্থ পাচ্ছে। আমরা আমাদের ছেলেমেয়েদের হাতে নতুন বই তুলে দিচ্ছি, যেন তারা পড়াশোনায় মনোযোগী হয়। এর সঙ্গে সঙ্গে আমরা কম্পিউটার শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছি।

প্রধানমন্ত্রী বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য দরকার স্মার্ট জনগোষ্ঠী। শিশুকাল থেকেই যেন তারা এটা শেখে, সে ব্যবস্থা আমরা নিয়েছি। এবং প্রাথমিক শিক্ষাক্রমে কম্পিউটার কোডিং পদ্ধতি শেখানোর কার্যক্রমও আমরা নিয়েছি।

প্রধানমন্ত্রী শিশুদের উদ্দেশে বলেন, ডিজিটাল বাংলাদেশ আমরা গড়তে চাই। আগামীতে স্মার্ট বাংলাদেশ ২০৪১ সালে গড়তে চাই। আজকের শিশুরাই হবে আগামী দিনের সেই স্মার্ট জনগোষ্ঠী, যারা এ দেশকে গড়ে তুলবে।

 

Check Also

সংস্কার কাজ শেষ করে নির্বাচন দেব : ধর্ম উপদেষ্টা

শেরপুর নিউজ ডেস্ক: অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা আবুল ফয়েজ মুহাম্মদ খালিদ হোসেন বলেছেন, মাতৃভূমির সম্পদ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 4 =

Contact Us