আব্দুর রউফ উজ্জল, নন্দীগ্রাম প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
১৭ই মার্চ (শুক্রবার) দিবসটি উপলক্ষে বেলা সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ওই সময় পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, বাংলাদেশ আওয়ামী লীগ নন্দীগ্রাম উপজেলা শাখা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠন।
এরপর উপজেলা পরিষদ সভাকক্ষে নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত এর সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার আদনান বাবু’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন রানা এলএলবি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন, জেলা পরিষদের সদস্য মোঃ মুকুল মিয়া, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ হাকিবুর রহমান, উপজেলা প্রকৌশলী শা-রিদ শাহনেওয়াজ, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার কল্পনা রানী, সমাজসেবা অফিসার মোঃ গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন, মুক্তিযোদ্ধা ওয়াসিম উদ্দিন, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ জাকারিয়া লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ আব্দুর রউফ উজ্জল, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা গামা, মহিলা বিষয়ক অফিসার সুলতানা আক্তার বানু পল্লি বিদ্যতের ডিজিএম সিদ্দিকুর রহমান প্রমুখ।
আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে কেক কর্তন করা হয়।