সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / রমজানে খাদ্যপণ্য মজুত করলে কঠোর ব্যবস্থা- বাণিজ্য মন্ত্রী

রমজানে খাদ্যপণ্য মজুত করলে কঠোর ব্যবস্থা- বাণিজ্য মন্ত্রী

শেরপুর ডেস্কঃ দেশে পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে, রমজানে কৃত্রিম সংকট তৈরিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

শুক্রবার (১৭ মার্চ) বিকেলে শরীয়তপুরের ডামুড্যায় বঙ্গবন্ধুর ১০৩তম জন্মদিন উপলক্ষে স্মার্ট ভিলেজ এক্সপো উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ হুঁশিয়ারি দেন তিনি।

বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী রমজানে দেশের এক কোটি পরিবারের মধ্যে ন্যায্য মূল্যে খাদ্য সামগ্রী বিক্রি করবে সরকার। এছাড়াও রমজানে গ্ৰামীন পর্যায়ে ছোলা ও শহরে ন্যায্য মূল্যে খেজুর বিক্রি করা হবে। রমজানে ব্যবসায়ীদের সতর্ক করার পাশাপাশি ক্রেতাদেরও অতি উৎসাহী হয়ে প্রয়োজনের অধিক খাদ্য পণ্য ক্রয় থেকে বিরত থাকার অনুরোধ করেন তিনি।
এর আগে বিকেল পাঁচটায় ডামুড্যায় স্মার্ট ভিলেজ এক্সপো উদ্বোধন করেন তিনি। এক্সপোতে দেশি-বিদেশি ৬৫টি ই-কমার্স ভিত্তিক উদ্যোক্তা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এ আয়োজনের ফলে কোনো প্রকার মধ্যসত্বভোগী ছাড়া দেশের প্রান্তিক পর্যায়ের উদ্যোক্তারা তাদের পণ্য সামগ্রী দেশি ও বিদেশি বাজারে বিক্রির সুযোগ পাবেন। এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, ই-ক্যাবের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ তমাল।

 

Check Also

সভ্যতা টেকাতে তিন শূন্যের ধারণা তুলে ধরলেন ড. ইউনূস

শেরপুর নিউজ ডেস্ক: জলবায়ুর বিরূপ প্রভাব থেকে পৃথিবীকে বাঁচাতে তিন শূন্যের ধারণা বিশ্বনেতাদের সামনে তুলে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 4 =

Contact Us