Home / স্থানীয় খবর / শেরপুরে ফ্লাইওভার ওভারব্রিজ আন্ডারপাস ও ইউটার্ণ নির্মিত হবে-মজিবর রহমান মজনু

শেরপুরে ফ্লাইওভার ওভারব্রিজ আন্ডারপাস ও ইউটার্ণ নির্মিত হবে-মজিবর রহমান মজনু

শেরপুর ডেস্ক: বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জননেতা আলহাজ্ব মজিবর রহমান মজনু বলেছেন এলেঙ্গা হাটিকুমরুল রংপুর ফোরলেন মহাসড়কের শেরপুর শহরের ধুনট মোড় থেকে হাজিপুর মডেল মসজিদ পর্যন্ত ফ্লাইওভার নির্মিত হবে। তিনি শেরপুর নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির সভাপতি আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু’র সাথে আলাপকালে বলেন সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে তার কথা হয়েছে শেরপুরের মানুষের
সুবিধার কথা বিবেচনা করে ফোরলেন মহাসড়ক পারাপারের জন্য ইতিমধ্যে ফ্লাইওভার ওভারব্রিজ আন্ডারপাস ও ইউটার্ণ নির্মাণ করার প্রস্তাব প্রেরণ করা হয়েছে এবং তা বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন শেরপুরে ফ্লাইওভার ওভারব্রিজ আন্ডারপাস ও ইউটার্ণ নির্মিত হবে ইনশাআল্লাহ। এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ গোলাম ফারুক, সহ-সভাপতি আলহাজ্ব শাহ জামাল সিরাজী প্রমুখ উপস্থিত ছিলেন।

Check Also

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনা ক্যাম্প সংখ্যা বাড়ানো হয়েছে: আইএসপিআর

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনা ক্যাম্প সংখ্যা বাড়ানো হয়েছে: আইএসপিআর শেরপুর নিউজ ডেস্ক : জনসাধারণের জান-মাল ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × three =

Contact Us