Home / বগুড়ার খবর / শিবগঞ্জ / শিবগঞ্জে ট্রাকচাপায় বৃদ্ধ অটোভ্যান চালক নিহত

শিবগঞ্জে ট্রাকচাপায় বৃদ্ধ অটোভ্যান চালক নিহত

শেরপুর ডেস্কঃ বগুড়ার শিবগঞ্জে ট্রাকচাপায় আব্দুল বারী (৬০) নামের এক বৃদ্ধ অটোভ্যান চালক নিহত হয়েছে। রোববার (১৯ মার্চ) দুপুর দেড়টার দিকে উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল বারী মোকামতলা ইউনিয়নের ভাগকোলা পূর্বপাড়া গ্রামের মৃত ফয়েজ কাজীর ছেলে।

এই দুর্ঘটনায় ঘাতক ট্রাক (ঢাকা মেট্রো ট ২০-১৮৮৫) জব্দ ও চালক আব্দুস সালাম (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাঁচছিড়া গ্রামের মৃত সাবেদ আলীর ছেলে।

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ইন্সপেক্টর) আশিক ইকবাল জানান, রোববার দুপুরে মালবোঝাই ট্রাক বগুড়া থেকে রংপুর দিকে যাচ্ছিলো। পুলিশ তদন্ত কেন্দ্রের সামনের ফ্লাইওভারের নিচ থেকে অটোভ্যান মহাসড়কে উঠার সময় ট্রাকটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক বারী নিহত হন।

ইন্সপেক্টর আশিক ইকবাল বলেন, দুর্ঘটনার পরেই ট্রাক চালককে গ্রেপ্তার করা হয়। ট্রাকটি জব্দ করা হয়েছে। বারীর মরদেহ হাইওয়ে পুলিশকে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Check Also

বগুড়ায় ফেসবুকে ধর্মীয় উস্কানিমূলক পোস্ট দেয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

শেরপুর নিউজ ডেস্ক: ফরিদপুরের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্মীয় উস্কানিমূলক পোস্ট প্রদান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − four =

Contact Us