Home / বগুড়ার খবর / দুপচাচিয়া / দুপচাঁচিয়ায় তেমাথা সড়কে বিপদজনক মরা গাছ

দুপচাঁচিয়ায় তেমাথা সড়কে বিপদজনক মরা গাছ

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা সদরের গুরুত্বপূর্ণ বন্দর তেমাথা সড়কের হাইস্কুল মাঠসংলগ্ন মোড়ে পুরানো শুকনো নিমগাছ বিপদজনক অবস্থায় দাঁড়িয়ে আছে। যে কোন মুহূর্তে গাছটি পড়ে দুর্ঘটনার আশঙ্কা বিরাজ করছে। উপজেলার গুরুতরপূর্ণ সড়কগুলোর মধ্যে দুপচাঁচিয়া বন্দর তেমাথা হয়ে থানা বাসস্ট্যান্ড একটি উল্লেখযোগ্য সড়ক। এই সড়কে বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারী ও শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।

এই সড়ক দিয়েই উপজেলার সর্বস্তরের মানুষ যাতায়াত করে থাকেন। বর্ষা মৌসুমে একটু ঝড় বৃষ্টিতে যে কোন মুহূর্তে গাছটি পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কার পাশাপাশি সড়ক চলাচল বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। গতকাল রোববার এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ী আফতাব আলী জানান, প্রায় এক বছর মৃত গাছটি অপরাসণের জন্য উপজেলা সহকারী কমিশনার ভূমির কাছে লিখিত আবেদন করা হয়।

কিন্তু দীর্ঘদিনেও গাছটি অপসারণ করা হয়নি। সদর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জানান, ইউনিয়ন পরিষদ থেকে মাত্র ৫শ’ গজ দূরে ওই গাছ কর্তনের জন্য মৌখিকভাবে উপজেলা নির্বাহী অফিসারকে জানিয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদী জানান, গাছ কাটার বিষয়টি গত বৃহস্পতিবার উপজেলা আইন-শৃঙ্খলা মাসিক সভায় আলোচনায় এসেছে। স্বল্প সময়ের মধ্যেই গাছটি কেটে ফেলা হবে।

Check Also

ডিজিটাল প্রতারণায় ভাতাভোগীদের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি: দুপচাঁচিয়া উপজেলা সমাজসেবা কার্যালয়ের বিভিন্ন ভাতাভোগীদের ডিজিটাল প্রতারণার মাধ্যমে তাদের ভাতার টাকা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 15 =

Contact Us