শেরপুর নিউজ: ১ কোটি ৩৪ লাখ ৬০ হাজার টাকা বকেয়া বিদ্যুত বিল থাকার কারণে বগুড়ার শেরপুর পৌরসভার বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করেছে নর্থবেঙ্গল ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানী লি ( নেসকো)।
সোমবার (২০ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যুত বিভাগের উর্দ্ধতন কর্মকর্তার শেরপুর পৌরসভা চত্বরে গিয়ে কয়েকটি মিটারের সংযোগ বিচ্ছিন্ন করেন।
এ ব্যাপারে শেরপুর পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মামুনুর রশিদের সাথে কথা বলতে চাইলে তিনি কথা বলতে রাজি হননি।
তবে শেরপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী ফয়জুল ইসলাম জানান, বকেয়া বিলের কারণে পৌরসভার সড়ক বাতি এমনকি কার্যালয়ের বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এতে করে নাগরিক সেবা প্রদানে ভোগান্তি পোহাতে হবে।
তবে আমি নতুন এসেছি। বেশি কিছু বলতে পারছি না।