সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / আদমদিঘী / আদমদিঘীতে যুবককে কুপিয়ে হত্যা

আদমদিঘীতে যুবককে কুপিয়ে হত্যা

আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদিঘীতে দুই লাখ টাকা ভাগাভাগির দ্বন্দ্বে মো.আমিনুল (৩৫) কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার রাত ১০ টার দিকে উপজেলার নসরতপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে৷

আমিনুল ইসলাম ওই গ্রামের দক্ষিণপাড়ার আবুল কাশেমের ছেলে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে রাখা আছে।

সহকারী পুলিশ সুপার (আদমদিঘী-দুপচাঁচিয়া) সার্কেল নাজরান রউফ জানান, নিহত আমিনুল স্থানীয়ভাবে এক সংঘবদ্ধ চক্রের সদস্য। লক্ষ্মীপুর গ্রামে শাহীনের নেতৃত্বে এই চক্রের ২০ থেকে ২৫ জন সদস্য কাজ করেন। তারা সবাই স্থানীয়ভাবে জমি কেনাবেচাসহ নানরকম বিচার সালিসে তদবিরে কাজ করতেন।

সম্প্রতি এক জমি কেনাবেচা নিয়ে এই চক্রের হাতে ২লাখ টাকা আসে। টাকাগুলো তাদের দলনেতা শাহিনের কাছেই ছিল। এই টাকার ভাগাভাগি নিয়ে বুধবার রাতে লক্ষ্মীপুর গ্রামে শেখ রাসেল ক্লাবের সামনে বৈঠক বসে। ওই মিটিংয়ে আমিনুলের সাথে শাহিনের টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব দেখা দেয়।

এরজেরে বৈঠক শেষেই শাহিন তার সহযোগী তহিদুল, ইসলাম কবিরাজ, আরিফ, বাবু ও মজিদসহ প্রায় ২০ থেকে ২৫ জনকে নিয়ে আমিনুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সহকারী পুলিশ সুপার নাজরান রউফ আরও জানান, এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তার রাত থেকেই অভিযান চলছে। ঘটনাস্থলে পরিবেশ শান্ত আছে। সেখানে অতিরিক্ত পুলিশও মোতায়ন করা আছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

Check Also

বগুড়া-৩ আসনে আ. লীগের তিনজনের দলীয় মনোনয়ন সংগ্রহ

আদমদীঘি(বগুড়া) প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩ আদমদীঘি-দুপচাঁচিয়া আসনে দলীয় নৌকা মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + 11 =

Contact Us