শেরপুর ডেস্কঃ তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে (২৩ মার্চ, বৃহস্পতিবার) আয়ারল্যান্ডকে ১০ উইকেটে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতেছে টাইগাররা। এর আগে প্রথম ওয়ানডেতে ১৮৩ রানের বড় জয়ের পর ২০ মার্চ দ্বিতীয় ওয়নডের খেলা বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় হয়। দশদিনের ব্যবধানে এটি টাইগারদের দ্বিতীয় সিরিজ জয়। এর আগে ঘরের মাটিতেই ইংল্যান্ডকে টি- টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধাণে হোয়াইটওয়াশ করেছিলো লাল সবুজের প্রতিনিধিরা।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি। আগে ব্যাট করতে নেমে মাত্র ২৮ ওভার ব্যাট করে ১০১ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। ৩২ রান দিয়ে একাই পাঁচ উইকেট নেন পেসার হাসান মাহমুদ। ওয়ানডে ক্যারিয়ারে এই প্রথম ফাইফারের স্বাদ পেলেন ডানহাতি এই পেসার। ১০২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে লিটন দাসের অপরাজিত ৫০ ও তামিম ইকবালের অপরাজিত ৪১ রানের সুবাদে কোন উইকেট না হারিয়েই ১৩.১ ওভারে জয়ের লক্ষ্যে পৌছে যায় টাইগাররা।