সর্বশেষ সংবাদ
Home / পড়াশোনা / রোজায় প্রাথমিকে ক্লাস ৯টা-সাড়ে ৩টা

রোজায় প্রাথমিকে ক্লাস ৯টা-সাড়ে ৩টা

শেরপুর ডেস্কঃ পবিত্র রমজান মাসে খোলা থাকছে সরকারি প্রাথমিক স্কুলগুলো। ১৫ রমজান বা ৭ এপ্রিল পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ক্লাস চলবে। মহানগর, ডবল শিফট ও সিঙ্গেল শিফট সব স্কুলের সময়সূচি সকাল নয়টা থেকে বিকেল সাড়ে তিনটা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সমন্বয় সভায় এ সময়সূচি নির্ধারণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, পবিত্র রমজান মাসে ১৫ রমজান পর্যন্ত ৯ কার্যদিবস স্কুল খোলা থাকবে। মহানগর, ডবল শিফট ও সিঙ্গেল শিফট সব স্কুলের সময়সূচি সকাল নয়টা থেকে বিকেল সাড়ে তিনটা নির্ধারণ করা হয়েছে।

Check Also

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পাকিস্তানে স্কলারশিপ অনুমোদন

শেরপুর নিউজ ডেস্ক: শিক্ষা খাতে সহযোগিতা জোরদারের অংশ হিসেবে প্রাথমিকভাবে পাকিস্তানি বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 4 =

Contact Us