শেরপুর ডেস্কঃ বিশেষভাবে বানানো ঠোঙ্গার মাধ্যমে ক্রেতাদের ওজনে কম দেয়ায় বগুড়ায় দুই প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রমজান উপলক্ষে শুক্রবার বেলা ১১ টার দিকে শহরের রাজাবাজার ও ফতেহ আলী কাঁচা বাজারে এক বিশেষ অভিযানে এই জরিমানা করা হয়। বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভীর এই বিশেষ অভিযানের নেতৃত্ব দেন। এতে বাজার কমিটি ও জেলা পুলিশের একটি টিম সহযোগিতা করে।
তিনি বলেন, ‘রমজান মাস উপলক্ষে শুক্রবার শহরের রাজাবাজার ও ফতেহ আলী কাঁচা বাজারে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে দেখা যায় কিছু অসাধু ব্যবসায়ী বিশেষভাবে তৈরি ঠোঙ্গার মাধ্যমে ক্রেতাদের ওজন কম দিচ্ছেন। ক্রেতাদের ওজন কম দেওয়ার অপরাধে এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী রাজা ফল ভান্ডারকে ৫ হাজার ও আলী ট্রেডার্সকে ৬ হাজার করে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়।’
তিনি আরো বলেন, ‘জনসাধারণের স্বার্থে এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।’