সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / জেলার খবর / বগুড়ায় পুলিশে চাকরির নামে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ১

বগুড়ায় পুলিশে চাকরির নামে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ১

শেরপুর ডেস্কঃ বগুড়ায় পুলিশ কনস্টেবল পদে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে জাকির হোসেন (৫৫) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২৪ মার্চ) বেলা ১১ টার দিকে তাকে আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃত জাকির হোসেন বগুড়া জেলার গাবতলী উপজেলার চক সেকেন্দার এলাকার আব্দুস সালামের ছেলে।

এরআগে বৃহস্পতিবার রাত ৮ টার দিকে বগুড়া শহরের সপ্তপদী মার্কেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় ডিবি পুলিশ জাকিরের কাছ থেকে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া নগদ ৩ লাখ টাকা ও এক কনস্টেবল নিয়োগ প্রার্থীর লিখিত পরীক্ষার প্রবেশ পত্রের ফটোকপি উদ্ধার করে।

পুলিশের দাবি, সংঘবদ্ধ চক্রের মাধ্যমে জাকির পুলিশ কর্মকর্তা সেজে কনস্টেবল নিয়োগে চাকরি দেওয়ার নামে প্রতারণা করতেন।

বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ তাদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সোনাতলা উপজেলার আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তির কাছ থেকে পুলিশ কনস্টেবল পদে তার ছেলের চাকরি দেওয়ার নাম করে ৫ লাখ টাকা ও ১৪ লাখ টাকার চেক হাতিয়ে নেয় প্রতারক চক্রটি। তিনি প্রতারণা বুঝতে পেরে থানায় তিনজনের নাম উল্লেখ করে বৃহস্পতিবার দুপুরে বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে ওইদিন রাতেই জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়। তবে প্রতারক চক্রের অন্য দুই সদস্য আব্দুর রাজ্জাক ও সানাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

Check Also

বগুড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে নৈশ কোচের যাত্রী, ২ জন গ্রেফতার

শেরপুর ডেস্কঃ বগুড়ায় শ্যামলী পরিবহন নামে একটি নৈশকোচে ডাকাতি স্টাইলে যাত্রীদের অজ্ঞান করে টাকা, মোবাইল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − one =

Contact Us