সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / আকাশে অবাক করা দৃশ্য,চাঁদের নিচে আলোকবিন্দু

আকাশে অবাক করা দৃশ্য,চাঁদের নিচে আলোকবিন্দু

শেরপুর ডেস্কঃ শুক্রবার (২৪ মার্চ) সন্ধ্যায় এক অদ্ভুত দৃশ্য দেখে অবাক হয়েছেন দেশের নানা অঞ্চলের মানুষ। সূর্য ডুবতেই সেই দৃশ্যের সাক্ষী হোন অনেকেই। পশ্চিম আকাশে উঠেছে সরু এক ফালি চাঁদ। আর তার নিচে আলোকবিন্দু।

এমন দৃশ্য শেষ কবে দেখা গেছে, তা মনে করতে পারছেন না অনেকেই। সন্ধ্যা প্রায় সাড়ে ৬টা পর্যন্ত সেই আলোকবিন্দু একেবারে চাঁদের নিচেই অবস্থান করছিল। পরে দেখা যায়, আস্তে আস্তে সেই বিন্দু চাঁদ থেকে দূরে সরে যাচ্ছে। দেশের বিভিন্ন জায়গা থেকে এমন দৃশ্য দেখা গেছে।

বিরল এই দৃশ্য অনেকেই মোবাইলে ক্যামেরাবন্দী করেছেন। পাশাপাশি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। মুহূর্তে ভাইরাল হয়ে গেছে ছবিগুলো।

অনেকেই এদিন সন্ধ্যায় চাঁদের দিকে তাকিয়ে এমন মনকাড়া দৃশ্য দেখে অবাক হয়ে যান। কেউ বলেছেন, এমন সুন্দর চাঁদের দেখা তারা আর কখনো পাননি। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে হৈচৈ পড়ে যায়। ছবি তুলেও অনেকেই এই দৃশ্য পোস্ট করেছেন।

চাঁদ পৃথিবী থেকে ২,৩৩,৪০০ মাইল (৩,৭৫,৭০০ কিলোমিটার) দূরে অবস্থিত। অন্যদিকে শুক্রগ্রহ প্রায় ১১৫ মিলিয়ন মাইল (১৮৫ মিলিয়ন কিলোমিটার) দূরে অবস্থিত। যা কিনা ৪৯২ গুণ বেশি।

Check Also

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

শেরপুর নিউজ ডেস্ক: কুমিল্লায় ব্যাটারিচালিত অটোরিকশায় ট্রেনের ধাক্কায় ৫ জন নিহত হয়েছেন। এ সময় আহত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + 5 =

Contact Us