স্টাফ রিপোর্টার: বগুড়ায় ইফতারের বাজার চড়া, প্রতি কেজি ২শ টাকার কমে কোন তৈরী ইফতার নাই। যা কিনবেন তাই দুইশ টাকা এরকম দামে বিক্রি হচ্ছে খোলাবাজারে তৈরী ইফতার, ছোলা, বুন্দিয়া, ঝুড়ি, বেগুনী, পাকুড়া, জিলাপী, চিড়া ভাজা সবরই দাম বৃদ্ধি পেয়েছে। অন্য দিকে শরবতের প্রধান উপকরণ লেবুর দামও বেড়েছে। প্রতি হালি লেবু সর্বনিম্ন বিক্রি হচ্ছে ৩০ টাকা হালীতে। ইফতারীর এমন চড়া বাজারে দিশেহারা স্বল্প আয়ের মানুষ।
শুক্রবার (২৪ মার্চ) সরকারি ছুটির দিন প্রথম রোজা পালন করেছে ধর্মপ্রান মুসলমানেরা। রোজার প্রথম দিন হলেও দিনটি শুক্রবার হওয়ায় শহরে লোক সমাগম অপেক্ষাকৃত কম ছিলো। শহরের মানুষেরা ছিলো ইফতারের বাজারে। এবছর যানজট কমানোর জন্য রাস্তায় ও ফুটপাতে ভাসমান দোকান বসতে দিচ্ছেনা পুলিশ। যে ক‘জন ভাসমান দোকানী ছিলো তারে কাছে দাম ছিলো প্রচুর।
লেবুর পাশাপাশি বেড়েছে কলার দাম। ছোট সাইজের কলা ৩৫ টাকা এবং মাঝারী সাইজের কলা ৪০ থেকে ৫০ টাকা হালীতে বিক্রি হচ্ছে। ফলের মধ্যে তরমুজের দাম স্বাভাবিক রয়েছে। প্রতিকেজি তরমুজ বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে। এছাড়াও পেয়ারা ৬০ টাকা, আপেল ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
শুক্রবার (২৪ মার্চ) বগুড়া শহরের মালতিনগর বকশী বাজার, রহমান নগর, খান্দার, সুত্রাপুর কালীতলা হাট, হাকীর মোড়, নামাজগড় মোড় কামারগাড়ি, সেউজগাড়ি আমতলা মোড়সহ বিভিন্ন স্থানে অস্থায়ী দোকানে ইফতারী বিক্রি হচ্ছে। বেশির ভাগ বাড়িতে ছোলা, পিয়াজু তৈরী হলেও অন্যন্য ইফতারীর সামগ্রী কিনে ইফতার করেন মুসল্লীরা।
পাড়া মহল্লার দোকান ছাড়াও শহরের অভিজাত হোটেল রেস্তরায় ইফতার বিক্রি হচ্ছে। তবে পাড়া মহল্লার দোকানোর চেয়ে এই দোকান গুলোতে দাম একটু বেশি। অভিজাত রেস্টুরেন্টে প্যাকেট ইফতারী বিক্রি হচ্ছে বিভিন্ন দামে।