শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জে গণহত্যা দিবস পালিত হয়েছে। শনিবার (২৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী বর্মকর্তা উম্মে কুলসুম সম্পার সভাপতিত্বে এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু।
উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আকরাম হোসেন, আব্দুর রাজ্জাক, শ্রী সন্তোষ কুমার মোহন্ত, উপজেলা শিক্ষা কর্মকর্তা এসএম সারোয়ার জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা আল মুজাহিদ সরকার, উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, মাধ্যমিক কর্মকর্তা টিএম আব্দুল হামিদ, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস শাকুর, আইসিটি অফিসার মাহফুজার রহমান, একাডেমিক সুপারভাইজার পদ্মা রানী, ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম, অধ্যক্ষ শফিকুল ইসলাম রতন, প্রধান শিক্ষক আতাউর রহমান, তাজুল ইসলাম, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাহাব উদ্দীন শিবলী, সাংবাদিক রবিউল ইসলাম রবি, সাজু মিয়া প্রমূখ।